Purba Bardhaman News: দুয়ারে সরকার কর্মসূচীতে এসে বিক্ষোভের মুখে রেশন ডিলার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দুয়ারে সরকার কর্মসুচীতে আসা রেশন ডিলারকে আটক রেখে বিক্ষোভ দেখালেন গলসীর ছালালপুর গ্রামের শতশত গ্রাহক। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে গলসী এলাকায়।
#পূর্ব বর্ধমান : দুয়ারে সরকার কর্মসুচীতে আসা রেশন ডিলারকে আটক রেখে বিক্ষোভ দেখালেন গলসীর ছালালপুর গ্রামের শতশত গ্রাহক। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে গলসী এলাকায়। এদিন ট্রাক্টর করে রেশন সামগ্রী নিয়ে আসেন গলসী দু নং ব্লকের মসজিদপুর অঞ্চলের রেশন ডিলার অঞ্জলী হাজরা। তখনই গ্রামের গ্রাহকরা ট্রাক্টর ও কর্মীদের দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে গলসী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর যায় ব্লক খাদ্য সরবরাহ দফতরে।
গ্রাহকদের দাবি, তাদের গোটা এক মাসের রেশন দিচ্ছেন না ওই ডিলার। ডিলার অঞ্জলী হাজরার ছালালপুর গ্রামের প্রায় ১২০০ রেশন গ্রাহক আছে। তারা রাজ্য ও কেন্দ্র সরকারের চাল, গম ও আটা মিলিয়ে কমবেশি ১৩৫ বস্তা মাসিক রেশন পান। গত অগাস্টে বরাদ্দ সেই রেশন না দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। গ্রাহকদের আরও দাবি, তাদের বিনামূল্যে প্রাপ্য ওই রেশন ডিলার বুঝিয়ে দিলেই তবেই ডিলারকে ছাড়া হবে।
advertisement
আরও পড়ুনঃ বাজিমাত মেমারি গ্রামীণ হাসপাতালের! কেন্দ্রের সেরার সেরা পুরস্কার পেল এই হাসপাতাল
তবে রেশন দিতে আসা ডিলারের পরিবারের সদস্য চন্দন হাজরা জানান, তিনি অগাস্ট মাসের ১৮ তারিখে অগাস্ট মাসের রেশন দিয়ে দিয়েছেন। সব মিলিয়ে এদিন ক্ষোভে ফেটে পরে উত্তেজিত জনতা। স্থানীয় হাবিল মিদ্দা, শেখ মাখনরা বলেন, রেশন সামগ্রী না দিয়েই ডিলার বলছে রেশন সামগ্রী পেয়ে গিয়েছে সকলে। কোনও প্রমাণ নেই ডিলারের কাছে। মেশিনে হাতের ছাপ দেখাতে পারছে না ডিলার। অবিলম্বে রেশন সামগ্রী দিতে হবে ডিলারকে। কার্ডের প্রাপ্য রেশন তাঁরা পাচ্ছেন না। গত মাসে রেশন সামগ্রী পাননি বলে দাবি তাঁদের।
advertisement
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
September 10, 2022 3:11 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: দুয়ারে সরকার কর্মসূচীতে এসে বিক্ষোভের মুখে রেশন ডিলার
