Purba Bardhaman: মহিলাদের নিরাপত্তা দিতে জেলায় তৈরি হল টিম

Last Updated:

বর্ধমান শহরে মহিলাদের নিরাপত্তা কথা চিন্তা করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হল বিশেষ উদ্যোগ। ১৬ টি মহিলাদের নিয়ে তৈরি করা হল টিম।

+
title=

পূর্ব বর্ধমান: বর্ধমান শহরে মহিলাদের নিরাপত্তা কথা চিন্তা করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হল বিশেষ উদ্যোগ। ১৬ টি মহিলাদের নিয়ে তৈরি করা হল টিম। এই মহিলারা কালো ড্রেস পড়ে বাইক চালিয়ে টহলদারি দিচ্ছেন বর্ধমান শহরে বিভিন্ন জায়গায়। পা থেকে হাঁটু পর্যন্ত থাকছে স্টিল পড়ানো, থাকছে জুতো, মাথায় থাকছে কাল ফেটি এবং বাইক চালানোর সময় থাকছে মাথায় হেলমেট, যাতে মহিলারা নিরাপত্তা পায় সেই কারণেই এই ১৬ জনের টিম শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।
শহরে যেকোনো জায়গায় যদি কোনো মহিলা সমস্যায় পড়েন তাহলে হান্ড্রেড ডায়াল করলেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন এই প্রশাসনের তৈরি করার টিমের মহিলারা। বর্ধমান শহর জুড়ে বিভিন্ন অলিতে গলিতে টহল দেবে মহিলা পুলিশ দ্বারা গঠিত এই ১৬ জনের টিম।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর আসার আগে ‘মাটি তীর্থ, কৃষি কথা’র হাল দেখতে হাজির প্রশাসনিক আধিকারিকরা
মূলত ইভটিজিং ছিনতাই সহ নানারকম অপরাধমূলক কাজকর্ম বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। তিনি জানান, পুলিশ লাইন মাঠে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা মহিলাদের পরিষেবা দিতে আরও অনেক বেশি সফল হবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভয়ঙ্কর প্রতারণা! বিদ্যুৎ বিল সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতেই গায়েব ৫০ হাজার টাকা!
প্রশাসনের উদ্যোগে খুশি শহরবাসী। শহরের মানুষজন বলছেন পুলিশের উদ্যোগে মহিলারা যেমন নিরাপত্তা পাবেন। তেমনই মহিলাদের সাহসও বাড়বে। শহর জুড়ে যেভাবে এই টিম ঘুরছে তাতে অপরাধমূলক কাজকর্ম করা মানুষজনও সাবধান হয়ে যাবে।
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: মহিলাদের নিরাপত্তা দিতে জেলায় তৈরি হল টিম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement