East Burdwan News: শহিদ স্মরণে ধর্মতলার উদ্দেশে ট্রেনে করে রওনা দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ধর্মতলায় শহিদ স্মরণে জনসভার যে ডাক দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার একুশে জুলাই মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর কর্মী সমর্থকদের নিয়ে, পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় স্টেশন থেকে ট্রেনে করে ধর্মতলায় শহিদ স্মরণে জনসভায় যোগ দেওয়ার উদ্দেশে রওনা দিলেন। এদিন স্বপন দেবনাথকে দেখা যায় দলের পতাকা হাতে নিয়ে ট্রেনের একটি কামরার সামনে দাঁড়িয়ে থাকতে।

+
কলকাতার

কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে

পূর্ব বর্ধমান: আজ ২১ জুলাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্মতলায় শহিদ স্মরণে জনসভার যে ডাক দিয়েছিলেন সেখানে যাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক সকাল থেকেই রওনা দিয়েছেন। রাজ্য জুড়ে সর্বত্র তৃণমূল কর্মী সমর্থকরা উত্তেজনা সহকারে রওনা দিচ্ছে কলকাতার উদ্দেশে। বহু কর্মী সমর্থকদের পাশাপাশি বিভিন্ন নেতারাও আজ সকাল সকাল বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার জন্য।
পূর্ব বর্ধমান জেলাতেও আজ সকালে একই চিত্র ধরা পড়েছে, সকাল থেকেই বাস, ট্রেনে করে প্রচুর কর্মী সমর্থকরা বেড়িয়ে পড়েছেন। সেরকমই দলের নেতা, কর্মী-সমর্থক সহ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে-ও এদিন দেখা গেল সমুদ্রগড় স্টেশন থেকে দলের কর্মী সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিতে।
আরও পড়ুন:‘এখানে একটা কাক কাঁদলেও..কমিশন!’, পঞ্চায়েতে হিংসা নিয়ে ঘুরিয়ে কেন্দ্রকেই নিশানা, কী বললেন মমতা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ধর্মতলায় শহিদ স্মরণে জনসভার যে ডাক দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার একুশে জুলাই মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর কর্মী সমর্থকদের নিয়ে, পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় স্টেশন থেকে ট্রেনে করে ধর্মতলায় শহিদ স্মরণে জনসভায় যোগ দেওয়ার উদ্দেশে রওনা দিলেন। এদিন স্বপন দেবনাথকে দেখা যায় দলের পতাকা হাতে নিয়ে ট্রেনের একটি কামরার সামনে দাঁড়িয়ে থাকতে।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোজালি নিয়ে মমতার বাড়ির কাছে! মানসিক রোগ, নাকি অন্য কিছু? ভয়ানক কথা জানালেন ধৃতের স্ত্রী
প্রত্যেক কর্মী সমর্থকরা ঠিকমতো ট্রেনে উঠছেন কি না তা, তিনি নিজে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করেন। মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে রওনা দেওয়া কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা উত্তেজনা ছিল চরমে। অবশেষে ট্রেন ছাড়লে বন্দে মাতরম স্লোগান দিতে দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: শহিদ স্মরণে ধর্মতলার উদ্দেশে ট্রেনে করে রওনা দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement