East Bardhaman News: অভিযান চালিয়ে ৭ টি বোঝাই গাড়ি আটক, মোটা টাকা জরিমানা করল প্রশাসন

Last Updated:

পূর্ব বর্ধমানের জামালপুরে অভিযান চালিয়ে বালি বোঝাই ৭ টি অবৈধ গাড়ি আটক করল প্রশাসন। বৈধ চালান না থাকায় মোটা টাকা জরিমানা করা হল গাড়িগুলোকে

+
বালি

বালি বোঝাই গাড়ি আটক

#পূর্ব বর্ধমান: অভিযান চালিয়ে ৭ টি অবৈধ বালির গাড়ি ধরল পূর্ব বর্ধমানের জামালপুরের বিএলআরও। এই প্রসঙ্গে জামালপুরের বিএলআরও দিলীপ দেবনাথ জানান, বৃহস্পতিবার হালারা পুল, চৌবেরিয়া পুল ও ভেরিলি পুল এলাকা থেকে সাতটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে। এই গাড়িগুলোর কয়েকটির কোন‌ও চালান ছিল না। কিছু গাড়ির আবার চালানের সময়সীমা পেরিয়ে গেছে। সবকটি গাড়িকেই আইন মেনে জরিমানা করা হয়েছে।বালির যে গাড়িগুলো আটক করা হয়েছে তাতে প্রধান পাল ও মনো পাল নামে দু'জনের নাম উঠে এসেছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার চালান ছাড়া অবৈধভাবে চলাচল করা বালির গাড়ি আটকানোর জন্য অভিযান চালাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। সেইসময় ওই ৭ টি বালির গাড়ি আটক করেন জামালপুর বিএলআরও। চালানবিহীন গাড়িগুলোকে ৫০ হাজার টাকা এবং সময় উত্তীর্ণ চালান থাকা বালির গাড়িগুলোকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালির গাড়ির বিরুদ্ধে এই অভিযান লাগাতার চলবে।
advertisement
advertisement
তবে পূর্ব বর্ধমান জেলায় বালি বোঝাই গাড়ি আটক এই প্রথম নয়। এর আগেও বহুবার অবৈধ বালির গাড়ি আটক করেছে পুলিশ। তবে তাতেও অসাধু বালির ব্যবসা বন্ধ হয়নি। এদিকে পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। এই সময় জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ বালি কারবারের বিরুদ্ধে আরও কঠোর মনোভাব নিয়েছে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: অভিযান চালিয়ে ৭ টি বোঝাই গাড়ি আটক, মোটা টাকা জরিমানা করল প্রশাসন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement