West Bardhaman News: ভোটের দাবিতে ম্যারাথন দৌড়! সিপিএমের অভিনব প্রচার

Last Updated:

রাজনীতির ময়দানে ম্যারাথন দৌড়! সত্যি দৌড় হলেও তার লক্ষ্য বকেয়া নির্বাচন দ্রুত সেরে ফেলা। দুর্গাপুর শহর বৃহস্পতিবার সকালে এমনই এক অভিনব ঘটনার সাক্ষী থাকল

অভিনব ম্যারাথন দৌড়
অভিনব ম্যারাথন দৌড়
#পশ্চিম বর্ধমান : নির্বাচনের দাবিতে অভিনব পদক্ষেপ সিপিএমের। দুর্গাপুর পুরনিগমের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বর্তমানে রাজ্য সরকার নিযুক্ত প্রশাসক পুরসভার কাজ সামলাচ্ছেন। এই পরিস্থিতিতে ভোটের দাবিতে শহরে ম্যারাথন দৌড় আয়োজন করল বামেরা।
বামেদের আয়োজিত ম্যারাথন দৌড়ে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল যথেষ্ট ভাল। সেখানেই দুর্গাপুর পুরসভার দ্রুত নির্বাচনের দাবি তুলে ধরা হয়। পাঁচ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে অংশ নেন বাম নেতারাও। রাজ্যের শাসক দল তৃণমূল ও কেন্দ্রের শাসক দল বিজেপির দিক থেকে সাধারণ মানুষের নজর ঘোড়াতে এই অভিনব উপায়ে প্রচার করল সিপিএম।
advertisement
advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অভিনব এই ম্যারাথনের মাধ্যমে যেমন ভাবে বামেরা ভোটের দাবি তুলে ধরল তা নতুন প্রজন্মের মনে ভাল ছাপ ফেলতে পারে। বৃহস্পতিবার দুর্গাপুর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের হোম গার্ড হেড কোয়ার্টার থেকে ম্যারাথন শুরু হয়। শেষ হয় ৪০ নম্বর ওয়ার্ডের গোলপার্ক মোড়ে। 'দ্রুত ভোট চাই নগর নিগমে' এই দাবি তুলে ধরে ৫ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়।
advertisement
প্রসঙ্গত, দুর্গাপুরের বন্ধ সার কারখানার গেটে আগামী ১২ জানুয়ারি সভা করবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন সেই সভার প্রচার‌ও করা হয়।
সিপিএমের দাবি, দুর্গাপুর নগরনিগমে প্রশাসক বসিয়ে রাজ্য সরকার কাজ চালানোর চেষ্টা করলেও যাবতীয় পরিষেবা ভেঙে পড়েছে। এই প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, তৃণমূল ভোট এড়াতে চাইছে। প্রশাসক বসিয়ে নগর নিগম চালাচ্ছে। তাই দ্রুত ভোটের দাবি তুলে আম জনতাকে সচেতন করার জন্য‌ই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: ভোটের দাবিতে ম্যারাথন দৌড়! সিপিএমের অভিনব প্রচার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement