East Bardhaman News- টোল আদায়ে বার্ষিক দু কোটি টাকা পাবে পঞ্চায়েত
- Published by:Samarpita Banerjee
Last Updated:
গ্রাম পঞ্চায়েতকে বছরে প্রায় দু'কোটি টাকা দেবার শর্তে টোল আদায়ের বরাত।
#পূর্ব বর্ধমান : গ্রাম পঞ্চায়েতকে বছরে প্রায় দু'কোটি টাকা দেবার শর্তে, বালির গাড়ি থেকে টোল আদায়ের বরাত পেল একটি সংস্থা। অবাক লাগলেও বাস্তবেই এমন নজিরবিহীন ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা পঞ্চায়েতে (East Bardhaman News)। অন্যদিকে এর উল্টো ঘটনা ঘটেছে একই ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতে। তারা অনেক কম টাকার চুক্তিতে নির্বাচিত করেছে বালির গাড়ি থেকে টোল আদায়কারী। তবে কেন লোদনা পঞ্চায়েত এত কম টাকার চুক্তিতে বালির গাড়ির টোল আদায়কারী নির্বাচন করল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রতিদিন শয়ে শয়ে বালি বোঝাই ট্রাক ও লরি যাতায়াত করে খণ্ডঘোষের লোদনা ও শশঙ্গা পঞ্চায়েত এলাকার রাস্তা দিয়ে (East Bardhaman News)। ভারি লরি যাতায়াতের জন্য রাস্তার ক্ষতি হলে, তা মেরামত করার জন্য পঞ্চায়েতকেই অর্থ ব্যয় করতে হয়। তাই এই দুই পঞ্চায়েত তাদের এলাকার রাস্তা দিয়ে চলাচলকারী বালি বোঝাই ট্রাক ও লরি থেকে টোল আদায়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। খণ্ডঘোষের লোদনা ও শশঙ্গা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ, পঞ্চায়েত আইনের ১৩২ (ঘ) ধারা মতে, টোল দায়কারী নির্বাচনের সিদ্ধান্ত নেয়। দরপত্র জমা দেবার আহ্বান জানায় পঞ্চায়েত দুটি। কয়েকমাস আগে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি করে লোদনা গ্রাম পঞ্চায়েত একটি সংস্থাকে তাঁদের এলাকার বালির গাড়ি থেকে টোল আদায়ের অনুমতি দেয়। চুক্তি অনুযায়ী ঠিক হয়, ওই সংস্থা তিন বছরের জন্য লোদনা গ্রাম পঞ্চায়েতকে ১৫ লক্ষ পাঁচ হাজার টাকা দেবে। এরপরই শশঙ্গা গ্রাম পঞ্চায়েত তাঁদের এলাকার রাস্তা দিয়ে চলাচলকারী বালির লরি থেকে টোল আদায়কারী নির্বাচনের জন্য, ই-টেন্ডার করে। এক বছরর জন্য ১ কোটি ৯৯ লক্ষ ৫০ হাছার টাকা দেবার শর্তে শশঙ্গা পঞ্চায়েত গত ১৪ ডিসেম্বর টোল আদায়কারী সংস্থাকে নির্বাচিত করেছে জানা যায়।
advertisement
এই নিয়ে খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম কোনও উত্তর দিতে নারাজ। খণ্ডঘোষের বিডিও সত্যজিৎ কুমার বলেন, শশঙ্গা গ্রাম পঞ্চায়েত যোগাযোগ করে অনলাইন নিলাম করে। তাই পঞ্চায়েত এবার রেকর্ড টাকা পাবে। তবে লোদনা পঞ্চায়েত কোনো যোগাযোগ করেনি (East Bardhaman News)। টোল আদায়কারী নির্বাচনের দরে দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে এত বিপুল অর্থের ফারাক নিয়ে প্রশ্ন তুলেছেন খণ্ডঘোষের বাসিন্দারা। লোদনা গ্রাম পঞ্চায়েতে ‘পর্দার আড়ালে’ টাকার লেনদেন হয়েছে বলেও উঠছে অভিযোগ।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
December 21, 2021 10:57 PM IST