East Bardhaman News: বাইক চোরের গ্যাং পাকড়াও করল পুলিশ
- Published by:kaustav bhowmick
Last Updated:
বৃহস্পতিবার রাতে কুসুমগ্রামে হানা দেয় বর্ধমান থানার পুলিশ। সেখান থেকেই চুরি যাওয়া এই বাইক ও দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে তারা।
পূর্ব বর্ধমান: আবারও বর্ধমান থানার পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাইক চোরের গ্যাংকে ধরল পুলিশ।
এর আগে বর্ধমান থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার, চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে। তবে এবার সামনে এল এক অন্য ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মিলল বড় সাফল্য। চারটি চোরাই বাইক সহ দু'জনকে গ্ৰেফতার করল তারা।
advertisement
advertisement
বৃহস্পতিবার রাতে কুসুমগ্রামে হানা দেয় বর্ধমান থানার পুলিশ। সেখান থেকেই চুরি যাওয়া এই বাইক ও দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে তারা। ধৃতদের নাম মুস্তাকিন মল্লিক ও শেখ নাসিরুদ্দিন। মুস্তাকিন মল্লিকের বাড়ি কুসুমগ্রামেই। আর শেখ নাসিরুদ্দিনের বাড়ি পূর্ব বর্ধমানের খাগরাগড়ে। এই দু'জনের কাছ থেকেই চারটি চোরাই বাইক উদ্ধার হয়। বাইক চুরির এই চক্রটির সঙ্গে আর কারোর যোগ আছে কিনা বা তারা আর কার কার বাইক চুরি করেছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে এই চোরাই বাইকগুলি নিয়ে তারা কাদের কীভাবে বিক্রি করত সেটাও জানার চেষ্টা চলছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 6:46 PM IST