East Bardhaman News- অবৈধ চোলাইয়ের বিরুদ্ধে বড় সফলতা ভাতার থানার পুলিশের, গ্রেফতার চার
- Published by:Samarpita Banerjee
Last Updated:
চোলাইয়ের বিরুদ্ধে ভাতারের বেশ কয়েকটি গ্রামে পুলিশের অভিযান
#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিভিন্ন গ্রামে চলছে চোলাই মদের কারবার। ভাতারের মাহাতা অঞ্চলে বেশকিছু গ্রামে এই চোলাই কারবার চলছে বলে খবর আসে পুলিশের কাছে। তাই এদিন পুলিশ হানা দেয় বেশ কয়েকটি গ্রামে। আর তাতেই রামচন্দ্রপুর গ্রাম থেকে গ্রেফতার দুজন। তাদের নাম সখি বাগদী ও শ্যামলী মাঝি। অন্যদিকে গাগর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আরও দু জনকে। তাদের নাম লক্ষ্মী দাস ও উত্তম দাস। মোট ৬০ লিটার মদ উদ্ধার করে পুলিশ বলে খবর। থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মন্ডলের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা সেখ বাসির বলেন, পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানাই । এভাবে যদি সমস্ত অবৈধ চোলাই বন্ধ করে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে।"
উল্লেখ্য, এর আগেও একাধিক বার চোলাই এর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল জেলা পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে চোলাই। কিছুদিন আগেই চোলাই তৈরির সরঞ্জাম সহ প্রচুর পরিমাণে চোলাই নষ্ট করেছে জেলা পুলিশ। তবে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ চোলাই তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন কিছু সংখ্যক ব্যক্তি। ভাতারের বিভিন্ন গ্রামে চোলাই এর কারবারের মাত্রা বাড়ছে বলে জানা গিয়েছে। তাই লাগাতার অভিযান চালাচ্ছে ভাতার থানার পুলিশ। পাশাপাশি জেলার অন্যান্য জায়গাতেও অভিযান চালাচ্ছে প্রশাসন ।
view commentsLocation :
First Published :
March 19, 2022 7:34 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- অবৈধ চোলাইয়ের বিরুদ্ধে বড় সফলতা ভাতার থানার পুলিশের, গ্রেফতার চার






