Purba Bardhaman News: বর্ধমান শহরের নারকেল বাগান থেকে সদর থানা ওয়ানওয়ে, জানুন কবে থেকে 

Last Updated:

এবার রোগীদের স্বার্থে এবং যানজট কমাতে এক নতুন সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সকাল ৮ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নারকেল বাগান থেকে সদর থানার কাট আউট পর্যন্ত ওয়ানওয়ে থাকবে।

পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের ডাক্তার পাড়া নামে পরিচিত খোসবাগান। প্রতিদিন প্রায় কয়েক’শ রোগীর যাতায়াত হয় বর্ধমান শহরের এই এলাকায়। তাই এবার রোগীদের স্বার্থে এবং যানজট কমাতে এক নতুন সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রসাশন। খোসবাগানের যান জট কমাতে আজ অর্থাৎ ২৫শে আগষ্ট থেকে বর্ধমান শহরের খোসবাগান এলাকার নারকেল বাগান থেকে সদর থানার কাট আউট পর্যন্ত ওয়ানওয়ে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
টোটো, গাড়ি সহ এলাকার সকলকে সতর্ক করতে গত বৃহস্পতিবার এই বিষয় নিয়ে খোসবাগান এবং শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারও করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বর্ধমান শহরের গুরুত্বপূর্ন রাস্তা হলো খোসবাগান। খোসবাগান এলাকাতে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ একাধিক নার্সিংহোম এবং ডাক্তার খানা। যেখানে প্রতিদিন কয়েকশো মানুষের আনাগোনা।
advertisement
আরও পড়ুন ঃ চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং দেখাতে স্কুলে বিশেষ উদ্যোগ, আনন্দিত পড়ুয়ারা 
এই রাস্তা দিয়েই টোটো, রিক্সা, চারচাকা চলাচলের কারণে যানজটের মধ্যে আটকে পড়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও। এমনকি খোসবাগানে কোনও দূর্ঘটনা ঘটলে পরে পুলিশের গাড়ি, ফায়ার ব্রিগেডের গাড়ি তাড়াতাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা না থাকায় জরুরী পরিস্থিতিতে চরম সমস্যায় পড়তে হয় এই সমস্ত গুরুত্বপূর্ণ গাড়িগুলোকে।
advertisement
advertisement
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, অতি গুরুত্বপূর্ণ গাড়ি এবং অন্যান্য আধিকারিকরা কোনও ঘটনা ঘটলে যাতে অতি তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারে সেই কারনেই আজ অর্থাৎ ২৫শে আগস্ট থেকে বর্ধমান নারকেল বাগান থেকে সদর থানার কাট আউট পর্যন্ত ওয়ানওয়ে করতে চলেছে জেলা প্রশাসন। এই ওয়ান ওয়ে থাকবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
advertisement
Bonoarilal Chowdhury
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বর্ধমান শহরের নারকেল বাগান থেকে সদর থানা ওয়ানওয়ে, জানুন কবে থেকে 
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement