চাঁদ ঢেকে গেল পৃথিবীর ছায়ায়! আর সেই মুহূর্তেই আকাশে 'ওটা' কী...? চমকে যাবেন 'উত্তর' শুনলেই!

Last Updated:

Total Lunar Eclipse 2025: রবিবার রাতেই ভারতের আকাশে ঘটছে এক বিরল মহাজাগতিক মহাদৃশ্য। পূর্ণ চন্দ্রগ্রহণ—যা আবারও রক্তচাঁদ রূপে দেখা দিল। মহাজাগতিক এই খেলা ঘিরে যেমন রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তেমনই রয়েছে প্রাচীন বিশ্বাস, রীতি আর আচার। চাঁদ ঢেকে যাচ্ছে পৃথিবীর ছায়ায়। আর সেই মুহূর্তেই....!

আকাশে 'ওটা' কী...?
আকাশে 'ওটা' কী...?
কলকাতা: রবিবার রাতেই ভারতের আকাশে ঘটছে এক বিরল মহাজাগতিক মহাদৃশ্য। পূর্ণ চন্দ্রগ্রহণ—যা আবারও রক্তচাঁদ রূপে দেখা দিল। মহাজাগতিক এই খেলা ঘিরে যেমন রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তেমনই রয়েছে প্রাচীন বিশ্বাস, রীতি আর আচার। চাঁদ ঢেকে যাচ্ছে পৃথিবীর ছায়ায়। আর সেই মুহূর্তেই আকাশে দেখা দেবে এক লালচে রহস্যময় চাঁদ। আজ রাতেই ঘটতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ, যাকে বলা হয় ব্লাড মুন। কিন্তু ঠিক সেই সময় কী দেখা গেল আকাশে? দেখুন ভিডিও।
১ ঘণ্টা ২২ মিনিটের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! ধীরে ধীরে রক্তবর্ণ হল চাঁদ! ব্লাড মুনের রং কেন বদলে যাচ্ছে? আসল কারণ বলে দিলেন বিশেষজ্ঞ। তাঁর কথায় এর পিছনে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ।
advertisement
advertisement
রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ঢেকে গেল সম্পূর্ণ চাঁদ ঢেকে গিয়েছে। চাঁদের রং একটু একটু করে লাল হতে শুরু করেছে। রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস গ্রহণ চলবে। ১ ঘণ্টা ২২ মিনিটের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! ব্লাড মুনের রং কী ভাবে বদলে যাচ্ছে? কোন রঙের কী মানে? বলে দিলেন বিশেষজ্ঞ।
advertisement
আরও পড়ুন: ভারতের ‘৫০০ টাকা’ কোন দেশে ‘১.৫ লাখ’ টাকার সমান বলুন দেখি…? চমকাবেন শুনলেই ‘নাম’!
প্রসঙ্গত, রবিবার ভারতীয় সময় ৮টা ৫৮ মিনিটে শুরু হয়েছে চন্দ্রগ্রহণের প্রাথমিক বা পেনাম্ব্রাল পর্যায়। ৯টা ৫৭ মিনিটে চাঁদের আংশিক গ্রহণ শুরু হয়। ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে উঠল চাঁদের রং। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয় রাত ১১টায়। ১১টা ৪২ মিনিটের পর থেকে তা সব থেকে বেশি দৃশ্যমান হবে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
চাঁদ ঢেকে গেল পৃথিবীর ছায়ায়! আর সেই মুহূর্তেই আকাশে 'ওটা' কী...? চমকে যাবেন 'উত্তর' শুনলেই!
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement