East Bardhaman News: রায়নায় রহস্য! পুকুরেই ভেসে উঠল কয়েকশো মৃত মাছ

Last Updated:

Mysterious Incident: একটি পুকুরে আচমকা মরে ভেসে উঠল শয়ে শয়ে মাছ। শত্রুধার জেরে মরে গেল কয়েক মাছ। 

+
মাছ

মাছ মরে ভেসে উঠল পুকুরের জলে

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত গোপালপুর গ্রামের একটি পুকুরে আচমকা মরে ভেসে উঠল শয়ে শয়ে মাছ। জানা গিয়েছে, স্থানীয় চার বন্ধু মিলে লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন ওই পুকুরটিতে। অভিযোগ, এরই মধ্যে এদিন পুকুর লিজে নেওয়া ব্যক্তিরা পুকুরের সামনে গিয়ে দেখেন প্রচুর মৃত মাছ  জলে ভাসছে। হতাশ হয়ে পড়েন সকলেই। পুকুরের এভাবে মাছ মরে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় রায়না থানায়। পুলিশ ঘটনাস্থলে আসে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়দের।
পুকুর লিজ নেওয়া সৌমিত্র মালিক বলেন, " লাখ তিনেক হাজার টাকার মতো ক্ষতি হয়েছে এই মাছ মরে যাওয়ায়। প্রায় পাঁচ কুইন্টাল মাছ ছিল এই পুকুরে। সবটাই ক্ষতি হয়ে গেল। কারো সঙ্গে কোনও শত্রুতা তো নেই। তবে কেন কেউ এভাবে বিষ দিয়ে মাছ মেরে ফেললো জানি না। তবে বিষ দিয়েই এই মাছগুলি মেরে ফেলা হয়েছে তা স্পষ্ট। এত কষ্ট করে মাছগুলি চাষ করা হয়েছিল, সেগুলি সব কেউ বা কারা এভাবে নষ্ট করে দিল। এর উপযুক্ত শাস্তি হোক এটাই চাইব।"
advertisement
আরও পড়ুন :  কাঁকড়া ধরে ফেরার পথে কাকভোরে সুন্দরবনের খাঁড়ির চরে চা তৈরির সময় বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর
ইতিমধ্যেই ফিশারিজ ডিপার্টমেন্টকে  বিষয়টি জানিয়ে পুকুরের জল কতটা বিষাক্ত হয়েছে, কীভাবেই বা পুকুরের জল পাল্টানো যায় সেই বিষয়টি আলোচনা করে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন , যদি ফিশারিজ ডিপার্টমেন্ট নির্দেশ দেয় তাহলে থানায় কেস করে বিষয়টির তদন্ত হবে বলেও জানান তিনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: রায়নায় রহস্য! পুকুরেই ভেসে উঠল কয়েকশো মৃত মাছ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement