East Burdwan News: মা ঘর থেকে বেরোতেই মৃত্যু ১৭ বছরের দীপিকার

Last Updated:

রহস্যজনক ভাবে মৃত্যু হল দ্বাদশ শ্রেণীর ছাত্রীর। ঘটনায় খুনের অভিযোগ পরিবার ও স্থানীয়দের। 

+
title=

#পূর্ব বর্ধমান: রহস্যজনক ভাবে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের রসুলপুর গেট সংলগ্ন নতুন রাস্তা এলাকায়। । ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থলে মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।মৃত দ্বাদশ শ্রেণীর ছাত্রীর নাম দীপিকা বৈদ্য (১৭)। মেমারি এক ব্লকের বৈদ্য ডাঙ্গা গার্লস স্কুলের ছাত্রী দীপিকা বৈদ্য।
পরিবার সূত্রে জানা গিয়েছে, টালির চাল এক কুঠুরির একটি ঘরে মা ও মেয়ে থাকতেন। মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য মাছ সবজির ব্যবসা করেন দীপিকা বৈদ্যর মা তাপসী বৈদ্য। প্রতিদিনের মতো এদিনও ভোরবেলাতেও মা তাপসী বৈদ্য মাছ ও সবজি ব্যবসার জন্য বের হয় ঘর থেকে। ঘরের মধ্যে থাকে একা ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রী দীপিকা বৈদ্য। এরপর বাড়িতে তার মা ফিরে এসে মেয়েকে ডাকাডাকি করার পর সাড়া না পাওয়াতে ঘরের ভিতরে ঢুকে দেখে বিছানার মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে দীপিকা। প্রতিবেশীরা খবর দেয় মেমারি থানায়।
advertisement
আরও পড়ুন North 24 Parganas News: বিদেশে চাকরির নাম করে হত অপহরণ, চাওয়া হত মোটা অঙ্কের টাকা
রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর তরফ থেকে খুনের অভিযোগ তোলা হচ্ছে। দ্বাদশ শ্রেণীর এই ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সঠিক তদন্ত করে দোষীকে শাস্তি দেওয়ার জন্য আশ্বাস দিতে এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে দীপিকা বৈদ্যর দেহ তুলতে দেওয়া হয় পুলিশের হাতে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রহস্যজনক এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্তব্ধ গোটা এলাকা।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: মা ঘর থেকে বেরোতেই মৃত্যু ১৭ বছরের দীপিকার
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement