Purba Bardhaman: পরিবহন নিয়ে সমস্যার কথা হোয়াটসঅ্যাপ করলেই মিলবে সমাধান

Last Updated:

জেলায় পরিবহনের সমস্যা সমাধানে বিশেষ নজর পরিবহণ দফতরের । বর্ধমানে পাঁচটি জেলাকে নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হল এনিয়ে।

#পূর্ব বর্ধমান : জেলায় পরিবহনের সমস্যা সমাধানে বিশেষ নজর পরিবহণ দফতরের । বর্ধমানে পাঁচটি জেলাকে নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হল এনিয়ে। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, ছিলেন পাঁচ জেলার পরিবহন আধিকারিকরা সহ জেলা প্রশাসনের আধিকারিক গণ। জানা গিয়েছে, এখন থেকে যাত্রী সমস্যার বিষয়টি মনিটারিং করা হবে । একটা হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হল । সেই নম্বর থাকবে পরিবহন মন্ত্রীর কাছে। যে কেউ তাঁর সমস্যার কথা ওই নম্বরে জানাতে পারবেন । যা সরাসরি পৌঁছে যাবে মন্ত্রীর কাছে। সমস্যার বিষয়ে জেনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যদি কারোর কোনও পরামর্শ থাকে তাও পর্যালোচনা করে দেখা হবে।
এ বিষয়ে মন্ত্রী বলেন, দপ্তরের কিছু অফিসার রয়েছেন যাঁরা ঠিকমত কাজ করেন না বলে অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে। কিছু বাসের কন্ডাক্টরের বিরুদ্ধেও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আসে । সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে । দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে । বাসের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে ।
advertisement
আরও পড়ুনঃ এ কেমন স্কুল! যেখানে আসলে আর বাড়ি যেতেই চায় না ছাত্রছাত্রীরা!
দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা অন্যান্য জায়গায় সেভাবে লাভ করতে না পারলেও বর্ধমানে এই সংস্থা অত্যন্ত ভালো ব্যবসা করে । তবে যাত্রী স্বাচ্ছন্দ্যে নেই তেমন । ফলে যাত্রী স্বাচ্ছন্দ্যে এর দিকটা উন্নতি করা হবে। এছাড়াও ওভারলোডিং এর বিষয়টি দেখা হবে । অনেক গাড়ির অনেক বয়স হয়েছে সেদিকেও নজর দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ করোনা আবহ কাটিয়ে এই বছর হচ্ছে ঐতিহ্যবাহী মহিষমর্দিনীর পুজো
এছাড়াও এদিন বৈঠকে অন্যান্য বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয় । তারমধ্যে অন্যতম ওভারলোডিং। এই ওভারলোডিংয়ের কারণে রাস্তা খারাপ থাকার গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে । এদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় গাড়ির গতি নিয়ন্ত্রনের জন্য স্পিডো মিটার লাগানোর পাশাপাশি আরও বেশ কিছু আধুনিক প্রযুক্তির মেশিন বসানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: পরিবহন নিয়ে সমস্যার কথা হোয়াটসঅ্যাপ করলেই মিলবে সমাধান
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement