East Bardhaman News: ট্রেনের কামরায় গান গেয়ে জনপ্রিয় মিলন! বাদাম কাকুর পর এখন লাইমলাইটে তিনি

Last Updated:

আগামী সপ্তাহেই বাজারে আসছে মিলন কুমারের নতুন গান 

গোধূলী বেলা মিউজিক সংস্থার স্টুডিওতে মিলন কুমার 
গোধূলী বেলা মিউজিক সংস্থার স্টুডিওতে মিলন কুমার 
#পূর্ব বর্ধমান: কাঁচা বাদাম’ গান গেয়ে গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতেন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। বাদাম বিক্রেতা থেকে তিনি এখন সেলিব্রেটি। কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরেছিল তাঁর। আর এবার সেই তালিকায় যোগ দিয়েছেন পূর্ব বর্ধমানের এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের মিলন কুমার। ইতিমধ্যেই তিনি ভুবন বাদ্যকরের মত গান গাইলেন গোধুলি বেলা মিউজিক সংস্থার তরফে ডাকা হয়েছে মিলন কুমারকে। একবার স্টুডিওতে গান গাওয়ার পর ফের মিলন কুমার আগামী সপ্তাহে যাবেন স্টুডিওতে। ফাইনাল রেকর্ডিং করবেন তিনি। আর তারপরই বাজারে আসবে মিলন কুমারের নতুন গান। আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরই সাধারণ মানুষ শুনতে পারবেন মিলন কুমারের নতুন গান।
advertisement
সংসারে নিত্য অভাব ঘোচাতে আর্থিক টানাপোড়েনের মাঝে সংসার চালাতে মিলন কুমার প্রতিদিন বর্ধমান-কাটোয়া লোকালে গান করেন। তাঁরই গানের একটি অংশ সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ব্যাস তারপরই কার্যত ঝড়ের বেগে সেটি পৌঁছে যায় সকলের কাছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে গান গাওয়ার জন্য ডাক আসছে মিলন কুমারের কাছে। আর এরইমধ্যে বীরভূমের গোধূলী বেলা মিউজিক সংস্থার স্টুডিওতে পা রাখলেন তিনি। এরপর ফের আগামী সপ্তাহে গান গাইতে যাবেন তিনি। অর্থাৎ মিলন কুমারের যে ভাগ্য ফিরেছে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
প্রথমবার কোনও মিউজিক সংস্থার হয়ে গান গেয়ে উচ্ছ্বসিত মিলন কুমার জানিয়েছেন, "ট্রেনে গান গেয়ে ভাইরাল হওয়ার পর গোপাল দার মিউজিক সংস্থা গোধূলি বেলা থেকে প্রথম গান গাওয়ার সুযোগ পেলাম। গানটি লঞ্চ হওয়ার পর আপনারা সবাই শুনবেন। আশা করি সবার ভালো লাগবে।”
advertisement
অন্যদিকে সংস্থার কর্ণধার গোপাল ঘোষ জানিয়েছেন, মিলন বাবুকে তাঁর প্রাপ্য সম্মান এবং সাম্মানিক দিয়েই মিউজিক ভিডিওটিতে গান গাওয়ানো হয়েছে। তবে ঠিক কী বা কোন‌ কোন গান তিনি গেয়েছেন সেই বিষয়ে সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ট্রেনের কামরায় গান গেয়ে জনপ্রিয় মিলন! বাদাম কাকুর পর এখন লাইমলাইটে তিনি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement