#পূর্ব বর্ধমান: কাঁচা বাদাম’ গান গেয়ে গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতেন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। বাদাম বিক্রেতা থেকে তিনি এখন সেলিব্রেটি। কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরেছিল তাঁর। আর এবার সেই তালিকায় যোগ দিয়েছেন পূর্ব বর্ধমানের এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের মিলন কুমার। ইতিমধ্যেই তিনি ভুবন বাদ্যকরের মত গান গাইলেন গোধুলি বেলা মিউজিক সংস্থার তরফে ডাকা হয়েছে মিলন কুমারকে। একবার স্টুডিওতে গান গাওয়ার পর ফের মিলন কুমার আগামী সপ্তাহে যাবেন স্টুডিওতে। ফাইনাল রেকর্ডিং করবেন তিনি। আর তারপরই বাজারে আসবে মিলন কুমারের নতুন গান। আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরই সাধারণ মানুষ শুনতে পারবেন মিলন কুমারের নতুন গান।
আরও পড়ুন Tapan Dutta Murder Case: বালির তপন দত্ত খুনে CID-র থেকে এফআইআর কপি চাইল CBI
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Milon Kumar, South bengal news