Purba Bardhaman News: স্বাস্থ্যকেন্দ্রে লাইগেশন অপারেশন চালু হওয়ায় খুশি স্থানীয়রা

Last Updated:

দীর্ঘ কয়েক বছর পর ফের খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হল জন্মনিয়ন্ত্রণ স্থায়ী পদ্ধতি অর্থাৎ লাইগেশন অপারেশন পরিষেবা । খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু হল ।

+
title=

#পূর্ব বর্ধমান : দীর্ঘ কয়েক বছর পর ফের খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হল জন্মনিয়ন্ত্রণ স্থায়ী পদ্ধতি অর্থাৎ লাইগেশন অপারেশন পরিষেবা । খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু হল । এদিন এই জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অর্থাৎ লাইগেশন অপারেশন পরিষেবা সরজমিনে খতিয়ে দেখতে আসেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ , খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: অম্বরিশ বিশ্বাস, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত প্রধান হারু সাঁতরা সহ অন্যান্যরা।
এদিন খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে কুড়িজন মহিলা উপস্থিত হন জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অর্থাৎ লাইগেশন অপারেশন করানোর জন্য। এ বিষয়ে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে লাইগেশন অপারেশন পরিষেবা পুনরাই শুরু হল , এর ফলে খণ্ডঘোষ ব্লক তো বটেই অন্যান্য এলাকা থেকেও বহু মানুষ এই পরিষেবা পাবেন । সকলের সুবিধে হবে বলেই জানান তিনি ।
advertisement
আরও পড়ুনঃ ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
লাইগেশন অপারেশন করাতে আসা মহিলার পরিবারের সদস্য গ্রামের বাসিন্দা নেতাই চন্দ্র দাস বলেন খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু হয়ে অনেকটাই উপকৃত হয়েছেন । এখন থেকে আর লাইগেশন করানোর জন্য অন্য কোথাও যেতে হবে না । টাকা খরচ করতে করতে হবে না। অন্য জায়গায় লাইগেসান করলে খরচ করতে হয়, ১০ থেকে ১২ হাজার টাকা । কিন্তু এখন থেকে টাকাও বাঁচবে আর ভালো পরিষেবাও মিলবে।
advertisement
advertisement
Malobikaa Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: স্বাস্থ্যকেন্দ্রে লাইগেশন অপারেশন চালু হওয়ায় খুশি স্থানীয়রা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement