Purba Bardhaman News: অবশেষে নড়েচড়ে বসল ব্লক প্রশাসন, এবার বুঝি হিল্লে হতে চলেছে মোড়া শিল্পীদের
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
দীর্ঘদিন ধরে মোড়া শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও সরকারি কোনরকম সুযোগ-সুবিধা পাননি শিল্পীরা। লোকাল 18 বাংলার খবরের জেরে নড়েচড়ে বসল ব্লক প্রশাসন।
পূর্ব বর্ধমান, আউশগ্রাম: লোকাল 18 বাংলার খবরের জেরে কিছুদিন আগেই আপনাদের পূর্ব বর্ধমান আউশগ্রামের মোড়া শিল্পীদের ছবি দেখিয়েছিলাম। আমরাই দেখিয়েছিলাম যে কীভাবে ওনারা পরিশ্রম করে এই মোড়া তৈরী করেন। দীর্ঘদিন ধরে ওনারা এই শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও সরকারি কোনরকম সুযোগ-সুবিধা ওনারা পাননি। স্বর গ্রামের মোড়া শিল্পীদের সমস্ত অভাব অভিযোগের কথা আমরা তুলে ধরেছিলাম।
সেই সময় আউশগ্রাম গ্রাম ২ নম্বর ব্লকের বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন তা একবার শুনে নিন জানিয়েছিলেন, “স্বর গ্রামে মোড়া শিল্পের কথা আগে শুনেছি। তবে শিল্পীরা আমাদের কাছে আগে কোনওদিন আসেন নি। আমাদের কাছে এলে শিল্পী ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে সচেষ্ট হব। সরকারি যা যা সুযোগ সুবিধা আছে তা আমি পাওয়ানোর ব্যবস্থা করে দেব।”
advertisement
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া-ফ্রান্সেও পেয়ে যাবেন গ্রাম বাংলার বিখ্যাত ‘মোড়া’, জনপ্রিয়তাও রয়েছে প্রচুর
লোকাল 18 বাংলার খবরের জেরে সেইমত নড়েচড়ে বসল ব্লক প্রশাসন । এদিন পূর্ব বর্ধমান এর আউশগ্রামের স্বর গ্রামে খবরের জেরে এবার মোড়া শিল্পীদের দুয়ারে পৌঁছল প্রশাসন। বুধবার মোড়া শিল্পীদের দুয়ারে গিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মাধ্যমে উদ্যম রেজিস্ট্রারে নাম তোলা হয় তাদের। যাতে শিল্পীরা সরকারি সুযোগ সুবিধা পান তার জন্যই এমন উদ্যোগ নিল ব্লক প্রশাসন৷
advertisement
advertisement
এ নিয়ে আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন,
“আমরা এদিন মোড়া শিল্পীদের গ্রামে গিয়েছিলাম৷ সেখানে প্রতিটি শিল্পীদের নাম এমএসএমই দপ্তরের মাধ্যমে উদ্যম পোর্টালে রেজিষ্ট্রেশন করিয়েছি। যাতে তাঁরা আগামী দিনে সুযোগ সুবিধা পান।”
আরও পড়ুনঃ পূর্ব বর্ধমানে এই গ্রামের বাসিন্দাদের জীবিকা বাঁশের বেত শিল্প
view commentsএদিন পূর্ব বর্ধমান এর ব্লক প্রশাসন যাওয়ায় প্রত্যেক শিল্পী তাঁদের হাতের কাজ দেখান৷ তাঁরা তাঁদের অভাব অভিযোগ শোনান। এই প্রসঙ্গে নাচু বিশ্বাস নামে এক শিল্পী জানান, “আমাদের ভালো লাগছে প্রশাসন নিজে আমাদের বাড়িতে এসেছে। আমরা প্রতিটি শিল্পী নাম তুলেছি ওই পোর্টালে৷ প্রশাসন এভাবে আমাদের পাশে থাকলে আগামী দিনে আমরা এই শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।”
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 8:09 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: অবশেষে নড়েচড়ে বসল ব্লক প্রশাসন, এবার বুঝি হিল্লে হতে চলেছে মোড়া শিল্পীদের