East Bardhaman News: স্বেচ্ছাসেবী সংগঠনের দুর্দান্ত উদ্যোগ, দেখলে অবাক হবেন
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী সবুজের অভিযানের উদ্যোগে দুঃস্থদের বিনামূল্যে চোখের ছানির অস্ত্রোপচার হল
পূর্ব বর্ধমান: অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াতে বিশেষ বুদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থার। বর্ধমান-১ ব্লকের অন্তর্গত মালকিতা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে শ্রী সবুজের অভিযান নামে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা এবং চোখের ছানি নির্ধারণ শিবির।
আরও পড়ুন: জেলা গ্রন্থাগারের রাস্তায় জমেছে শ্যাওলা
শ্রী সবুজের অভিযান স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও বর্ধমান লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল। জৈষ্ঠ মাসের তীব্র গরম উপেক্ষা করে মালকিতা ও আশপাশের গ্রামগুলি থেকে প্রায় ১০৫ জন গ্রামবাসী এই শিবিরে চক্ষু পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন। এর আগে শ্রী :সবুজের অভিযানের উদ্যোগে ও বর্ধমান লায়ন্স ক্লাবের পরিচালনায় প্রথম পর্যায়ে ১৬ জন রোগীর সফলভাবে বিনামূল্যে চোখের ছানি কাটা হয়েছিল। দ্বিতীয় ধাপে আবারও ১২ জন দুঃস্থ মানুষের বিনামূল্যে চোখের ছানির অস্ত্রোপচার হল।
advertisement
advertisement
স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী সবুজের অভিযান ও বর্ধমান লায়ন্স ক্লাবের এই বিশেষ উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়ারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 23, 2023 6:55 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: স্বেচ্ছাসেবী সংগঠনের দুর্দান্ত উদ্যোগ, দেখলে অবাক হবেন






