East Bardhaman News: করোনা পরবর্তী প্রথম অফলাইন পরীক্ষা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাসের ঢেউ অনেক আগেই স্তিমিত হলেও এই প্রথম অফলাইনে পরীক্ষা হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে
পূর্ব বর্ধমান: করোনার ঢেউ আছড়ে পড়ার পর সমস্ত কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল। মারন ভাইরাসের ভয়াবহ প্রভাব পড়েছিল শিক্ষা ব্যবস্থায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছু বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অনলাইন ক্লাস শুরু হয়। সেই সূত্র ধরে শুরু হয় অনলাইন পরীক্ষা। স্কুল-কলেজের মত বিশ্ববিদ্যালয়েও অনলাইনে পরীক্ষা হয়েছে। তবে করোনা পর্ব কাটিয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আগেই অফলাইন পরীক্ষা শুরু হলেও করোনা পর্বের পর এই প্রথম অফলাইনে, আগের মত শ্রেণিকক্ষে বসে পরীক্ষা দিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। অবশ্য এর আগে একবার অফলাইনে পরীক্ষা। নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু পরীক্ষার্থীদের একাংশের প্রতিবাদের জেরে সেই সিদ্ধান্ত থেকে তাঁরা সরে এসেছিলেন। তবে এবার শান্তিপূর্ণভাবেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোভিড পরবর্তী প্রথম অফলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই অফলাইন পরীক্ষায় বসে। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর তারা এই প্রথম অফলাইনে পরীক্ষা দিল। এর আগের দুটো সেমিস্টারে অনলাইনে পরীক্ষা হয়েছে। প্রশ্ন খুব ভালো হলেও দীর্ঘদিন পর অফলাইনে পরীক্ষা দিতে গিয়ে তারা যে একটু হলেও সমস্যায় পড়েছে তা নিজেদের মুখেই স্বীকার করেছে ছাত্র-ছাত্রীরা।
advertisement
advertisement
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফলাইন পরীক্ষায় বসা তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীরা জানিয়েছেন, প্রথমদিকে তাঁরা একটু নার্ভাস ছিলেন। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছে। তবে এর দায় সম্পূর্ণ তাদের নিজেদের বলে স্বীকার করে নিয়েছেন পরীক্ষার্থীরা। কারণ প্রশ্ন সবই কমন এসেছিল। অফলাইন পরীক্ষায় প্রথম দিকে কিছুটা সমস্যা হলেও প্রকৃত মূল্যায়নের জন্য অনলাইনের থেকে অফলাইন পরীক্ষাকেই এগিয়ে রাখছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়ারা।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 9:35 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: করোনা পরবর্তী প্রথম অফলাইন পরীক্ষা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে