East Bardhaman News: আখ চাষ করে বিপুল ক্ষতির মুখে চাষিরা

Last Updated:

অতিরিক্ত লাভের আশায় আখ চাষ করেছিলেন। কিন্তু দাম না পেয়ে বিপুল ক্ষতির মুখে কৃষকরা

+
title=

পূর্ব বর্ধমান: বাংলার ধানের গোলা বলে পরিচিত পূর্ব বর্ধমান জেলা। কিন্তু এই বছর পূর্বস্থলীর চাষিরা ধান চাষের পাশাপাশি অনেকে পাট, আখ সহ বিভিন্ন সবজি চাষ করেছিলেন। চলতি বছর কম বৃষ্টির কারণে পাট চাষিদের বেহাল অবস্থার কথা আমরা আগেই তুলে ধরেছিলাম। ঠিক তেমনই সঙ্কটে পড়েছেন পূর্বস্থলীর আখ চাষিরা। ধানের পাশাপাশি প্রথমবার আখ চাষ করে বিপুল লোকসানের সম্মুখীন তাঁরা। কিন্তু কেন এই অবস্থা?
আখ চাষ করে কেন ক্ষতি হয়েছে সেই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে এক কৃষক বলেন, বর্ষায় বৃষ্টি এই বছর প্রচন্ড কম হয়েছে। ফলে আখের উৎপাদন বেশি হয়েছে। তাতে বাজারে যোগান বেড়ে গিয়ে আগের দাম কমে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আখ চাষের খরচটুকু পর্যন্ত উঠছে না।
advertisement
advertisement
পূর্বস্থলীর নসরৎপুর গোয়ালপাড়া সংলগ্ন দুটি আখের আড়ৎ আছে। পূর্বস্থলীর বেশিরভাগ আখ চাষি এখানেই তাঁদের আখ নিয়ে আসেন। দূর দূরান্ত থেকে বহু ক্রেতা এসে এখন থেকে আখ কিনে নিয়ে যান। নসরৎপুরের এই গোয়ালপাড়া আখের আড়ৎ থেকে আখ পাড়ি দেয় কলকাতা, বিহারের মত আরও বিভিন্ন জায়গায়। কিন্তু এই বছর বাজার খুব খারাপ বলে জানিয়েছেন সেখানকার আড়তদাররা। গত বছর যেখানে ১০ থেকে ১১ টাকা পিসে আখ বিক্রি হয়েছে এই বছর সেখানে চার-পাঁচ টাকা প্রতি পিস এমনি তিন টাকা পিস হিসেবেও বিক্রি হচ্ছে। অথচ আখ চাষ করতে গিয়ে এক এক জন কৃষকের ৪০-৫০ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু যা পরিস্থিতি তাতে ওই টাকার অর্ধেকটাও উঠবে কিনা সংশয়ে আছেন কৃষকরা। এই পরিস্থিতিতে কৃষকরা চাইছেন তাঁদের পাশে এসে দাঁড়াক সরকার। কারণ সরকারের সাহায্য না পেলে কীভাবে এই বিপুল লোকসান সামলে উঠবেন তা বুঝতে পারছেন না কৃষকরা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আখ চাষ করে বিপুল ক্ষতির মুখে চাষিরা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement