#পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের ১৯ নম্বর ওয়ার্ডের পীরবাহারামের ডাঙাপাড়া এলাকার আটটি ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাল পুলিশ। জানা গিয়েছে, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারী এলাকার ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। অশান্তিতে প্রাণ যায় মহম্মদ আকবর নামে এক ব্যক্তির। এই ঘটনায় সেই সময়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলা এখন হাইকোর্টে বিচারাধীন। এই মামলায় জড়িত আটটি পরিবার সেই সময় থেকে এলাকায় ঢুকতে পারছিল না বলে অভিযোগ। এ দিন হাইকোর্টের রায়ে সেই আটটি পরিবারকে ঘরে ফেরাল পুলিশ।
পুলিশ কর্মীরা নিজেদের গাড়িতে করে আটটি পরিবারকে ফেরাল বর্ধমান শহরের ১৯ নম্বর ওয়ার্ডের পীরবাহারামের ডাঙাপাড়া এলাকায়। দীর্ঘ দেড় বছর পর নিজেদের ঘরে ফিরলেন ওই আটটি পরিবার। হাইকোর্টের রায়ে এ দিন যারা ঘরে ফিরলেন তাদের মধ্যে মহঃ নিজাম জানা, আমরা অশান্তির ভয়ে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে এলাকাছাড়া ছিলাম। আমরা চাই এলাকায় পুলিশ পিকেট বসানো হোক।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে ICT কর্মীদের বিক্ষোভ, ডেপুটেশন
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা সেখ শারিফ জানান, ওরা নিজেরাই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। আমরা কাউকে তাড়িয়ে দিইনি। আমরা আইনি লড়াই চালিয়ে যাব। তবে আপাতত ওই আটটি পরিবার ফিরেছে নিজের এলাকায়। নিজেদের ঘরে ঢুকতেই দেখা গেল তাদের ঘরবাড়ি সব তছনছ হয়ে গিয়েছে। ঠিক যেন কেউ লুঠপাট চালিয়েছে। যা দেখে হতাশ হয়ে পড়েন ওই আটটি পরিবারের সদস্যরা।
Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman