East Bardhaman News: আকাশে উড়বে কয়েকদিনের মধ্যেই, বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার বানাল ছেলে
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
East Bardhaman News: আমার বাবার ইচ্ছা ছিল এমন একটা কিছু করতে যে সারা দেশের লোক জানবে, চিনবে এইটুকুই। আর এই চিন্তা ভাবনা নিয়েই হেলিকপ্টার বানানো।
পূর্ব বর্ধমান: নাম রেজাউল শেখ । বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ঘোলা গ্রামে। পেশায় একজন গ্যারেজ মেকানিক। শিক্ষাগত যোগ্যতাও কিন্তু খুবই কম । ক্লাস ফাইভে হাফ ইয়ার্লি পরীক্ষা দিয়ে আর স্কুলে যায়নি রেজাউল বাবু। কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও রেজাউল শেখ করে ফেলেছেন এক মস্ত বড় কাজ । যে কাজের জন্য পূর্ব বর্ধমান জেলা তথা আমাদের রাজ্যে কমবেশি সকলে ওনাকে চেনেন । দু বছর ধরে চেষ্টার পর নিজেই বানিয়ে ফেলেছেন এক মস্ত বড় হেলিকপ্টার। তবে এই হেলিকপ্টার বানানোর পিছনে রয়েছে এক বড় কারণ। এই প্রসঙ্গে রেজাউল শেখ জানান , ‘এই হেলিকপ্টার বানানোর কাজ শুরু করেছি প্রায় দু’বছর হয়ে গেছে। আমার নিজস্ব কোন চিন্তা ভাবনা নেই আমার বাবার স্বপ্ন ছিল । আমাকে বলেছেন আমি বাবার স্বপ্ন পূরণ করেছি । আমার বাবার ইচ্ছা ছিল এমন একটা কিছু করতে যে সারা দেশের লোক জানবে, চিনবে ,আসবে এইটুকুই। আর এই চিন্তা ভাবনা নিয়েই হেলিকপ্টার বানানো শুরু করেছি দু’বছর হয়ে গেল। বাবার স্বপ্ন আমি রাখতে পেরেছি। লোকে যে জানবে ,চিনবে , আসবে , দেখবে মানে যা লোক এসেছে মনে হয় হাতে গোনা কয়েকজন বাকি আছে পশ্চিমবঙ্গের মানুষ কম বেশি সবাই এসেছে এখানে ।’
রেজাউল শেখ জনিয়েছেন এই হেলিকপ্টার তৈরি করতে এখনও পর্যন্ত কত খরচ হয়েছে তা তিনি বলতে পারবেন না । তবে তিনি বলেছেন যে আনলিমিটেড খরচ চলছে হিসাব রাখলে অসুবিধা আছে । আরও জানান যদি তিনি হেলিকপ্টার ওড়াতে সাকসেসফুল হন এর পরবর্তীতে উনি নিজস্ব প্লান্ট , ইন্ডাস্ট্রি তৈরি করবেন । বাবার স্বপ্ন পূরণ করতে আজ অনেকটাই পরিশ্রম করছেন রিজাউল শেখ। রেজাউল শেখ এই কাজ নিয়ে সাধারণ মানুষদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘পিছিয়ে পড়া মানুষ এবং যারা কাজকে ভয় পায় তাদের উদ্দেশ্যে আমি বলব যে তারা নিজেকে দুর্বল ভাবে । আমি নিজেকে দুর্বল মনে করি না , যা হয় হবে কিন্তু চেষ্টা করতে হবে। আমি এটা চিন্তাভাবনা করি যে এটা সর্বপ্রথম জন্ম দিয়েছিল আমি যতদূর জানি আমেরিকার দুই ভাই, সাইকেলের দোকান ওয়ালা। এদেরকে কে শিখিয়েছিল? নিশ্চয় কেউ শেখায় নি । আমিও সেই ভেবেই এটা নিজে নিজে পরিকল্পনা করেছি , ধরে নিন আমিও তাদের জায়গায় ।’
advertisement
advertisement
অদম্য ইচ্ছা শক্তি এবং অক্লান্ত দীর্ঘ ২ বছর পরিশ্রমের পর রেজাউল এই হেলিকপ্টার তৈরী করেছে । তার কাজ প্রায় শেষের দিকে । জানা গেছে আর কয়েকদিনের মধ্যেই রেজাউল তার তৈরী হেলিকপ্টার আকাশে ওড়াবেন। এখন তার গ্রামবাসী থেকে শুরু করে পূর্ব বর্ধমান জেলার প্রায় মানুষের মধ্যে শুরু হয়েছে কৌতূহল যে কবে উড়বে এই হেলিকপ্টার। এখন দেখার বিষয় এই কাজের শেষ পরিণতি কী হয় এবং কতটা সাকসেসফুল হয়।
advertisement
Bonoarilal Chowdhury
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2023 4:42 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আকাশে উড়বে কয়েকদিনের মধ্যেই, বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার বানাল ছেলে









