East Bardhaman News- পুরসভার পুরপ্রশাসক হলেন প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা

Last Updated:

তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায় গ্রেপ্তারের বর্ধমান পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ডা: মমতাজ সংঘমিতা। 

#পূর্ব বর্ধমান : বর্ধমান পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার  করার পর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ডা: মমতাজ সংঘমিতা (East Bardhaman News)। মঙ্গলবার রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে বর্ধমান পুরসভার নতুন প্রশাসকের নাম ঘোষণা করে।
নতুন পুর প্রশাসক কে হবে তা নিয়ে চারিদিকে চলছিল চর্চা। বেশ কয়েকজন বর্ষীয়ান তৃণমূল নেতার নাম নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল। আলোচনায় উঠে এসেছিল একাধিক পদে থাকা বেশ কয়েকজন নেতার নামও। এইসবের মধ্যেই দায়িত্বভার তুলে দেওয়া হল ডা: মমতাজ সংঘমিতাকে (Dr. Mamtaz Sanghamita)। চিটফান্ড মামলায় গ্রেফতার হয় বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়। গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি অর্থলগ্নি মামলায় যুক্ত থাকার অভিযোগে তাকে গত বৃহস্পতিবার রাতে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। পুরভোটের আগে পুরপ্রশাসকের গ্রেফতারিতে চাঞ্চল্য ছরায় বর্ধমানের রাজনৈতিক মহলে (East Bardhaman News)। ১০ তারিখ প্রণব চট্টোপাধ্যায়কে আসানসোল কোর্টে তোলা হয়। তারপর থেকে বর্ধমান পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের পদটি খালিই ছিল। নানা আলাপ আলোচনার পর মঙ্গলবার সেই পদের দায়িত্বভার পেলেন ডাঃ মমতাজ সংঘমিতা (Dr. Mamtaz Sanghamita)।
advertisement
উল্লেখ্য, গত ১৬ আগস্ট বর্ধমান পুরসভার পাঁচ সদস্যের প্রশাসকমণ্ডলীর নাম ঘোষণা করেছিল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন প্রণব চট্টোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠক করেছিল প্রশাসকমণ্ডলী। সোমবারের মধ্যেই নাম ঘোষণা হয়ে যাবে পুরসভার চেয়ারম্যানের নাম, এমনটাই জানিয়ে ছিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পাশাপাশি পুরসভা পরিচালনায় যাতে কোনোরকম সমস্যা না হয়, সেই জন্য দ্রুত নতুন প্রশাসক নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন সংবাদিক বৈঠকে (East Bardhaman News)। আর সেই কথা মতোই মঙ্গলবার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন ডা: মমতাজ সংঘমিতা।
advertisement
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- পুরসভার পুরপ্রশাসক হলেন প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement