East Bardhaman News: ৯ মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের জন্য বিশেষ টিকাকরণ, কবে কবে মিলবে ডোজ?

Last Updated:

৯ মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের জন্য জেলা জুড়ে শুরু হতে চলেছে হাম ও রুবেলা ভ্যাকসিনেশন কর্মসূচি। 

হাম ও রুবেলার টিকাকরণ 
হাম ও রুবেলার টিকাকরণ 
#পূর্ব বর্ধমান : ৯ মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের জন্য জেলা জুড়ে শুরু হতে চলেছে হাম ও রুবেলা ভ্যাকসিনেশন কর্মসূচি। হাম ও রুবেলা নিরাময়ে বিশেষ টিকাকরণে কর্মসূচির শুরু করতে চলেছে জেলায় জেলায়। সুষ্ঠুভাবে ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর জেলা প্রশাসন । আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই ভ্যাকসিনেশন চলবে ১১জানুয়ারি পর্যন্ত । বেশ কয়েক দফায় এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে । আম পরি রুবেলা টিকাকরণ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ।
 
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাঁচ সপ্তাহ ধরে এই টিকাকরণ কর্মসূচি চালানো হবে । জেলার ২০৭৫০ গুলি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণ কর্মসূচি পালন করা হবে। এরই পাশাপাশি, সরকারি ও বেসরকারি স্কুল মিলিয়ে মোট ৫০৬৬ জন স্কুল পড়ুয়াদের টিকাকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে ।
advertisement
এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানান, নিয়মিতভাবে সারা বছরই রাজ্যজুড়ে এই টিকাকরণ কর্মসূচি চলে । ২০২৫ সালের মধ্যে জেলা থেকে হাম ও রুবেলা সম্পূর্ণ নির্মূল করার পরিকল্পনা করেই এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয়েছে । এবং তাই এই বিশেষ টিকাকরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে ।
advertisement
আরও পড়ুন Murshidabad Food: ফুচকায় ব্যাপক চমক! খিদে মিটবে কী, দেখেই তাক লাগবে
সাধারণভাবে টিকাকরণ বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রত্যন্ত এলাকায় টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরজন্য সেই সমস্ত এলাকায় বিশেষ ক্যাম্পের মাধ্যমে টিকাকরণ কর্মসূচি চালানো হবে । জেলার কোনও শিশু যাতে এই টীকাকরণ কর্মসূচি থেকে বাদ না পড়ে যায় তার জন্য জেলা স্বাস্থ্য দফতর বদ্ধপরিকর রয়েছে । হাম ও রুবেলা নিরাময়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মী ও ১০০ দিনের কর্মীদের সার্ভে করার দায়িত্বভার দেওয়া হয়েছে । হাম ও রুবেলা প্রতিরোধে সমস্ত দিক থেকেই প্রস্তুতি নিচ্ছে জেলা স্বাস্থ্য দফতর ।
advertisement
মালবিকা বিশ্বাস
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ৯ মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের জন্য বিশেষ টিকাকরণ, কবে কবে মিলবে ডোজ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement