Purba Bardhaman News: এক ভয়াভয় ছবি ধরা পড়ল বর্ধমান হাসপাতালে! আতঙ্কে রোগীর পরিজনরা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
বর্ধমান হাসপাতালেও চিকিৎসাধীন বেশ কয়েক জন রোগী। বর্ধমান পৌরসভার কয়েকটি ওয়ার্ডেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। আতঙ্কে রয়েছেন রোগীর আত্মীয় পরিজনরা।
পূর্ব বর্ধমান: যত্রতত্র পড়ে আছে নোংরা আবর্জনা। অবর্জনার জেরে বন্ধ হয়ে রয়েছে বিশ্রামাগারের পাশ দিয়ে বয়ে যাওয়া ড্রেনের মুখ। পানীয় জলের কলের পাশে জমে আছে বহু দিনের নোংরা পচা জল। যার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ এবং তার সঙ্গে বেড়েছে মশা মাছির উৎপাত। এটা কোনো সিনেমা হল বা পার্কের চিত্র না। এটা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। যেখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষের সমাগম। যেখানে ডেঙ্গির আতঙ্কে আতঙ্কিত গোটা দেশবাসী আর সেখানে দাঁড়িয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এই চিত্র দেখে অবাক সাধারণ মানুষ অর্থাৎ রোগীর আত্মীয় পরিজনরা।
এরকম পরিস্থিতি প্রসঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকা এক ব্যক্তি জানান, “এই পুরো মেডিকেল কলেজ হসপিটাল চত্বরে পুরোটাতেই সাইডে সাইডে দেখতে পাবেন এইরকমই খারাপ পরিস্থিতি। যেখানে ডাস্টবিন রাখা আছে সেই জায়গাও পুরো ময়লাতে ভর্তি। সত্যিই এটার একটা ব্যবস্থা দরকার। আমার মনে হয় এখানে রেগুলার বেসিস এগুলোকে ক্লিন করার জন্য একটা স্টাফের প্রয়োজন।”
advertisement
আরও পড়ুনঃ ৫০ জন ঢাকি এবং ২০ জন বাউলশিল্পী নিয়ে উদযাপিত হল রেড রোডের প্যারেড
বর্ষা পড়তেই ডেঙ্গি আতঙ্কে গোটা দেশবাসী। ডেঙ্গি নিয়ে শুধু শহরই নয় শহরের পাশাপাশি গোটা রাজ্য জুড়েই চলছে সচেতনতার বার্তা। ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে রাজ্যের বেশ কিছু জায়গায়। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বর্ধমান হাসপাতালেও চিকিৎসাধীন বেশ কয়েক জন রোগী। বর্ধমান পৌরসভার কয়েকটি ওয়ার্ডেও ডেঙ্গি আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে বলে পৌরসভা সূত্রে খবর। তবুও এই ভয়াবহ পরিস্থিতিতে বর্ধমান হাসপাতালে এই ছবি ধরা পড়ল।
advertisement
advertisement
তবে এই বিষয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, “ডেঙ্গির বর্তমান পরিস্থিতি পূর্ব বর্ধমান এ উদ্বেগ জনক নয়। আমাদের হসপিটালেও ডেঙ্গি পেশেন্ট আসছে। তবে যারা আসছে খুব ভর্তি করার মত নয়। এই মুহূর্তে আমাদের ডেঙ্গি পেসেন্ট ভর্তিও নেই , মাঝে দু’চারজন ভর্তি ছিলেন তারা সুস্থ হয়ে বাড়িও গেছেন।”
advertisement
আরও পড়ুনঃ একটি স্মৃতি ফলক ছাড়া কিছুই নেই, আজও নিজের জন্মভিটেতেই যোগ্য সম্মান পাননি বিপ্লবী রাসবিহারী বসু
“ডেঙ্গিতে এখনও পর্যন্ত বর্ধমান হাসপাতালে মৃত্যুর কোন খবর নেই। অন্যান্য জেলার থেকে আশা করা যায় বর্ধমানে ভালো পরিস্থিতিতে আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছে, বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর আপ্রাণ চেষ্টা করছে যাতে ডেঙ্গির পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে।”
advertisement
স্বাভাবিকভাবে এইরকম ছবি দেখে যথারীতি আতঙ্কে রয়েছেন রোগীর আত্মীয় পরিজনরাও। তারা প্রত্যেকেই এই হাসপাতাল চত্বর পরিস্কার পরিচ্ছন্ন রাখার দাবি জনিয়েছেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 4:48 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: এক ভয়াভয় ছবি ধরা পড়ল বর্ধমান হাসপাতালে! আতঙ্কে রোগীর পরিজনরা