Independence Day 2023: ৫০ জন ঢাকি এবং ২০ জন বাউলশিল্পী নিয়ে উদযাপিত হল রেড রোডের প্যারেড
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
পূর্ব বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় রেড রোডের এই অনুষ্ঠানের জন্য পাড়ি দিয়েছে পূর্ব বর্ধমানের এই শিল্পীরা।
পূর্ব বর্ধমান: আজ ৭৭তম স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী চলছে স্বাধীনতার উদযাপন। শহরতলী থেকে গ্রামাঞ্চল সর্বত্রই চলছে, স্বাধীনতা দিবসকে সামনে রেখে নানান অনুষ্ঠান, নানান কর্মকাণ্ড। এই রকমই নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়েই সরকারের তরফে আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবস উদযাপনের। এই রকমই স্বাধীনতা দিবস উদযাপনকে মাথায় রেখে সারা দেশব্যাপী চলা কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হলো রেড রোডের প্যারেড। প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের দিন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে রেড রোডের এই প্যারেড।
এবার সেই প্যারেডে অংশ নিল পূর্ব বর্ধমানের ৫০ জন ঢাকী এবং ২০ জন বাউল শিল্পী। স্বাধীনতা দিবসের মতো দিনে রেড রোডের মতো একটি বড় মঞ্চে জেলার শিল্পীদের ডাক আসায় খুশি এবং আপ্লুত শিল্পী থেকে শুরু করে জেলার মানুষজন।
আরও পড়ুনঃ একটি স্মৃতি ফলক ছাড়া কিছুই নেই, আজও নিজের জন্মভিটেতেই যোগ্য সম্মান পাননি বিপ্লবী রাসবিহারী বসু
জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় রেড রোডের এই অনুষ্ঠানের জন্য পাড়ি দিয়েছে পূর্ব বর্ধমানের এই শিল্পীরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যের লোকশিল্পীদের মান্যতা দেওয়ার জন্য এক প্রয়াস শুরু করেছিল রাজ্য সরকার। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকশিল্পীদের শিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা এবং সেই সঙ্গে তাদের একটি করে সরকারি কার্ড এবং সরকারি খাতায় নাম নথিভুক্তকরণের পদ্ধতি শুরু করেছিল বর্তমান রাজ্য সরকার।
তাদের সেই উদ্যোগের আওতায় লোকশিল্পী হিসেবে নাম নথিভুক্ত হয়েছে জেলার তথা রাজ্যের বহু শিল্পীর। সেই রকমই পূর্ব বর্ধমানের একদল লোকশিল্পী স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করল রেড রোডের প্যারেডে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2023 6:01 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Independence Day 2023: ৫০ জন ঢাকি এবং ২০ জন বাউলশিল্পী নিয়ে উদযাপিত হল রেড রোডের প্যারেড