East Bardhaman News: ক্ষমতাবলে বিনা প্ল্যানে বাড়ি করছেন কাউন্সিলর, তোলপাড় বর্ধমানে

Last Updated:

East Bardhaman News: এই বিষয়ে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দা দাস বলেন, দু বছর আগে দোতলা বাড়ির প্লানটা হয়েছিল সেই সময় অর্থ সংকটের জন্য বাড়ির দোতলাটা করা হয়নি।

+
title=

পূর্ব বর্ধমান: প্ল্যান ছাড়াই বাড়ি নির্মাণ হচ্ছে এমনই অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। বর্ধমান পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা দাস বিনা প্লানে বাড়ি করছেন এমনই অভিযোগ তুলে পড়ল পোস্টার। বর্ধমান শহরের কোর্ট চত্বরে লাগানো হল সেই পোস্টার। এই পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয় বর্ধমান শহর রাজনীতিতে। যেখানে সাধারণ মানুষ বাড়ির প্লান পাস করানোর জন্য বারংবার পৌরসভার দ্বারস্থ হন এবং প্ল্যানের ছোটখাটো ভুলের জন্য সাধারণ মানুষের বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এখানে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র।
এই বিষয়ে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দা দাস বলেন, দু বছর আগে দোতলা বাড়ির প্লানটা হয়েছিল সেই সময় অর্থ সংকটের জন্য বাড়ির দোতলাটা করা হয়নি। এখন সেই প্ল্যানটা ফেল হয়ে গেছে এবং পুনরায় নতুন করে প্ল্যান বের করার কাগজপত্র পৌরসভায় জমা দেওয়া হয়েছে। কিন্তু সেই নতুন প্ল্যান এখনও পর্যন্ত হাতে পাওয়া যায়নি। আশা করি দু-একদিনের মধ্যে প্লানন্টি হাতে পেয়ে যাব। এই বিষয়ে সাংবাদিকদের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করার কথাও বলেন তিনি। জরুরি অবস্থায় গ্যারেজের জন্য দোতলাটা নির্মাণ করা হচ্ছে।
advertisement
advertisement
এ বিষয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার অবশ্য কোন মন্তব্য করতে চাননি। তিনি বলেন পৌরসভার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করতে।
অন্যদিকে বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, যদি কোন বিরোধীদলের কাছে তথ্য থাকে যে তৃণমূল কাউন্সিলর এর বাড়ি বিনা প্লানে তৈরি করছে তাহলে তারা কেনও পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করল না।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ক্ষমতাবলে বিনা প্ল্যানে বাড়ি করছেন কাউন্সিলর, তোলপাড় বর্ধমানে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement