হোম /খবর /পূর্ব বর্ধমান /
রাজা নির্দেশ দিয়েছিলেন, তাই আজও দোলের পরের দিন রং খেলা হয় এখানে

East Bardhaman News: রাজার নির্দেশে ব্যতিক্রম ঘটেছিল, আজও দোলের পরের দিন রং খেলা হয় এখানে

X
title=

গোটা রাজ্যে যেদিন সকলে দোল খেলে, তার ঠিক পরের দিন রঙ খেলা হয় বর্ধমানে। এই প্রথা চালু হয়েছিল বর্ধমান রাজার নির্দেশে। শতাব্দী প্রাচীন এই রীতি আজও পালিত হয়ে চলেছে।

  • Share this:

পূর্ব বর্ধমান: বসন্ত মানেই প্রকৃতি যেন এক অনন্য রূপে সেজে ওঠে। শিমুল, পলাশ, মাধবীকে সঙ্গী করে সকলে মেতে ওঠে দোলের আনন্দে। তবে গোটা রাজ্যে যেদিন সকলে দোল খেলে, তার ঠিক পরের দিন রঙ খেলা হয় বর্ধমানে। এই প্রথা চালু হয়েছিল বর্ধমান রাজার নির্দেশে। শতাব্দী প্রাচীন এই রীতি আজও পালিত হয়ে চলেছে। আর সেই উপলক্ষে ফাগুনের নবীন আনন্দে মেতে উঠল বর্ধমানের আম্রপালি নৃত্য মন্দির। এই নৃত্য গোষ্ঠীর উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত হল স্ট্রিট ড্যান্স।

রাস্তায় নৃত্য প্রদর্শনীর বিষয়ে প্রতিষ্ঠানের কর্ণধার মৌসুমী সাহা শ্রীবাস্তব জানান, ১০০ থেকে ১২০ জন ছাত্রছাত্রী ও সেই সঙ্গে তাঁদের অভিভাকদের আগামী দিনে অংশগ্রহণকারী সংখ্যা আরও বাড়বে বলে তিনি আসা প্রকাশ করেন।

আরও পড়ুন: ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হল বালির টোল বুথে, খণ্ডঘোষে ধুন্ধুমার

বিজয়রাম মনসা মন্দির, আম্রপালি নৃত্য মন্দির থেকে শুরু হয় শোভাযাত্রা। বিজয়রাম ও সাধনপুর উচ্চবিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি। সেই সঙ্গে ছিল স্ট্রিট ডান্সের আয়োজন। রংবেরঙের পোশাকে সেজে সমবেত নৃত্য পরিবেশন করে আম্রপালি নৃত্য মন্দিরের ছাত্র-ছাত্রীরা।

তাদের পরিবেশিত এই নাচ দেখতে ভিড় জমান পথ চলতি বহু মানুষ। বসন্তের উৎযাপনকে ঘিরে এহেন র‍্যালি ও স্ট্রিট ডান্সের আয়োজনে স্বভাবতই আনন্দিত এবং উৎসাহী স্থানীয় মানুষজন।

Published by:kaustav bhowmick
First published:

Tags: Holi