হোম /খবর /পূর্ব বর্ধমান /
মাটির নীচে ঘর বানিয়ে ফেলল চার বালক! দেখলে তাক লেগে যাবে!

East Bardhaman News- মাটির নীচে ঘর বানিয়ে ফেলল চার বালক! দেখলে তাক লেগে যাবে!

X
মাটির [object Object]

মাটির নীচে আস্ত ঘর বানিয়ে ফেললো চার কিশোর। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা

  • Share this:

#পূর্ব বর্ধমান: ভাতারের বিজয়পুর গ্রামে মাটির নীচে ঘর বানিয়ে তাক লাগিয়ে দিল স্থানীয় কিছু কচিকাঁচারা। যা দেখতে ভিড় জমেছে এলাকার মানুষদের। সোশ্যাল সাইট থেকেই তারা শিখেছে এই ঘর বানানো, বলে জানায় কচিকাঁচারা। প্রথমে বেশ কয়েকটি সিঁড়ি ভেঙ্গে নামতে হবে মাটির নীচে। তারপরে বসার জায়গা, বাঁশের মাচা এবং বেশ কিছু ডিজাইনের তাক তৈরি করা আছে ঘরের দেওয়ালের মধ্যে। মাটির উপর থেকে নীচে নামার সিঁড়ির মুখেই করা রয়েছে একটি বিশেষ ঢাকনা। বন্ধ করে দিলে ঘরের মধ্যে কোনোকিছু প্রবেশ করতে পারবে না বলে জানায় কচিকাঁচারা। তাদের এই ঘর দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকার মানুষজন।

তবে ওই মাটির নীচে ঘর বেশ ভয়ের বলে জানিয়েছেন এলাকার বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা। কারণ, ওই মাটির নীচে ঘরটি রয়েছে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে। মাটির নীচে ঘরে যে কোন সময় বিষধর সাপ বা অন্য কোন হিংস্র জন্তু থাকার আশঙ্কা রয়েছে। না জেনে ঘরের মধ্যে ঢুকলে বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে বলে তাদের অভিমত। এই নানা প্রশ্নের মধ্যেও, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর একটা ঘর বানিয়েছে তা দেখে এলাকার সমস্ত মানুষ প্রশংসা করছেন।

স্থানীয় বাসিন্দা শেখ দিলদার বলেন, নিজেদের ইচ্ছেতে বাচ্চাগুলি যে ঘর বানিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ঘরের যে ডিজাইন করা হয়েছে তাও সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সোশ্যাল সাইটে দেখে এত সুন্দর যদি ঘর বানাতে পারে বাচ্চারা, তাহলে তারা আরও অনেক কিছু বানাতে পারবে।

Malobika Biswas
Published by:Samarpita Banerjee
First published:

Tags: Bhatar, East Bardhaman