Bardhaman News: বর্ধমানের রমনা বাগান অভয়ারণ্যে গেলেই দেখা মিলবে চিতা থেকে ভাল্লুকের! জানুন

Last Updated:

Bardhaman News: এবার শীতে পশু ও প্রকৃতিপ্রেমীদের একমাত্র গন্তব্য হতে চলেছে বর্ধমানের রমনা বাগান অভয়ারণ্য।

+
রমনাবাগান

রমনাবাগান চিড়িয়াখানা

#পূর্ব বর্ধমান: শীত পড়তে আর কয়েকদিনের অপেক্ষা। আর শীতকাল মানেই ঘোরাঘুরি, পিকনিক, খাওয়ার দাওয়ার আনন্দ। সপরিবারে দুপুরের রোদ গায়ে মেখে বাঘ, ভাল্লুক, কুমির দেখার আনন্দ উপভোগ করতে কে বা না চায়। তাই এবার শীতে পশু ও প্রকৃতিপ্রেমীদের একমাত্র গন্তব্য হতে চলেছে বর্ধমানের রমনা বাগান অভয়ারণ্য। আসন্ন শীতে বন বিভাগের পক্ষ থেকে দর্শকদের মনোরঞ্জন দিতে ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে।
তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল এই প্রথম রমনাবাগানে প্রবেশের পরই দর্শকরা মুখোমুখি হবেন চিতা বাঘের সঙ্গে। একটি দুটি না এক সঙ্গে চারটি চিতা দেখার সুযোগ পাবেন দর্শকরা। যদিও এই চারটির মধ্যে দুটি ছোট। আর সেই ছোট চিতাদের খেলা করার দৃশ্য আপনার মন কাড়তে বাধ্য। এতদিন পুরুষ চিতা ধ্রুব আর মেয়ে চিতা কালি কেই দর্শকরা সামনে থেকে দেখে এসেছেন। এবার বাবা মায়ের সঙ্গে ছোট্ট দুই চিতা শাবক কেও দৌড়াদৌড়ি করতে দেখার আনন্দ পাবেন দর্শকরা।
advertisement
advertisement
পাশাপাশি লম্বা লম্বা গাছের সারির মাঝ দিয়ে মোড়ামের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই দেখা যাবে ভাল্লুক। তার কিছুটা দূরে হরিণের এনক্লোজার, তার উল্টোদিকে জলাশয়ে দেখা পাওয়া যাবে কুপিরদের। তিনটি প্রজাতির হরিণ দেখার স্বাদ উপভোগ করে কিছুটা এগোলেই পাখির খাঁচা। যেখানে দেখা মিলবে এমু, গোল্ডেন পিজিয়ন, সিলভার পিজিয়ন আর জাতীয় পাখি ময়ূরের। ভাগ্য ভাল থাকলে শুনতে পারেন ময়ূরের ডাকও। পাখির খাঁচার সামনেই আছে পার্কের মধ্যে অন্যতম আকর্ষণ বিশাল কুমির। দুপুরের রোদে গা গরম করতে জল থেকে উঠে ডাঙ্গায় শীতঘুমরত কুমিরকে দেখার আনন্দইটাই আলাদা।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: বর্ধমানের রমনা বাগান অভয়ারণ্যে গেলেই দেখা মিলবে চিতা থেকে ভাল্লুকের! জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement