Bardhaman News: মাছ ছাড়া ভোগ হয় না! বর্ধমানের এই জাগ্রত সতীপীঠের কাহিনি অবাক করবে!

Last Updated:

Bardhaman News: মঙ্গলকোটের কোগ্রামে অবস্থিত এই সতীপীঠে আপনি চাইলে ঘুরতেও আসতে পারেন।

+
একান্ন

একান্ন পীঠের এক পীঠ এই মন্দির 

মঙ্গলকোট: সতীপীঠের কথা কম বেশি আমরা সকলেই জানি। সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ হল উজানী। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে অবস্থিত এই সতীপীঠ । জানা যায় সতীর বাম হাতের কনুই পড়েছিল এই স্থানে তারপরই এখানে গড়ে ওঠে সতীপীঠ বর্তমানে যা উজানী নামে পরিচিত । দৈনিক দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থীরা আসেন এই সতীপীঠ দর্শন করতে । এখানে দেবীর নাম মঙ্গলচন্ডী হলেও দেবীর রূপ হচ্ছে দুর্গা, দশভূজা । এই মন্দিরে যেখানে মায়ের মূর্তি স্থাপন করা রয়েছে তার নিচেই সোনার কৌটোর মধ্যে মায়ের বাম হাতের কনুই রেখে প্রথম মন্দির প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে কষ্টি পাথরের মায়ের মূর্তি তৈরি করা হয় । এই মন্দিরে দীর্ঘদিন ধরে মায়ের সেবা করে আসছেন রায় পরিবার এই প্রসঙ্গে বর্তমানে মন্দিরের দায়িত্বে থাকা সোমনাথ রায় জানান,
বর্তমানে আমি এই মন্দিরের দায়িত্বে আছি । আমরা বংশকাল পুরোহিত! রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল , তখন থেকে রায় পরিবার মায়ের পুজোপাঠ করে এসেছে। আজকে আমি ২২ পুরুষ আছি । ২১ পুরুষ মায়ের পুজো করতে করতে গত হয়েছেন । ভক্তদের সাহায্য তেই মন্দির বেড়েছে । আরও বাড়ানোর চেষ্টা করছি আমি । কোগ্রামে অজয় নদের ধারে মায়ের এই মন্দির রয়েছে । জানা গেছে এক সময় এই মন্দির প্রাঙ্গণ জঙ্গলে ঘেরা ছিল । পরবর্তীতে জঙ্গল কেটে এই মন্দির স্থাপন করা হয় । এখানে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর সময় । এছাড়াও বছরে একদিন পয়লা মাঘ উজানী মেলা চলে একদিনের জন্য । অজয় নদের বুকে বালির মধ্যে এই মেলা অনুষ্ঠিত হয় । এই মন্দিরে দেবীর জন্য দৈনিক দেওয়া হয় নিত্য সেবা ।
advertisement
আরও পড়ুন: 
advertisement
এই প্রসঙ্গে সোমনাথ রায় আরও জানান, মায়ের নিত্য সেবা আছে , অন্নভোগ আছে । অন্নভোগে মাকে মাছ দিতে হয় । মাছ ছাড়া মায়ের ভোগ হয় না । এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় দুর্গা পুজোর সময়। বছরে মাত্র একদিন মা মাছ খায় না। সেটা হচ্ছে অষ্টমীর দিন । তবে আগে মাছ না হলেও মাছের ঝুঁড়ি মায়ের সামনে রাখতে হত। কিন্তু এখন দৈনিক মাছ দেওয়া হয় , আমি না পারলে মায়ের ভক্তদের সাহায্যে মাছ ঠিক চলে আসে।
advertisement
মঙ্গলকোটের কোগ্রামে অবস্থিত এই সতীপীঠে আপনি চাইলে ঘুরতেও আসতে পারেন । একদম অজয় নদের ধারে অবস্থিত এই মনোরম পরিবেশের জায়গা দেখে মুগ্ধ হবেন আপনিও। চিন্তার কোনও কারণ নেই , মন্দির প্রাঙ্গণেই রয়েছে থাকা এবং অন্নভোগ গ্রহণের ব্যবস্থা। তবে এক্ষেত্রে আপনাকে ভোগের জন্য ফোন করে অথবা সকাল সকাল এসে মন্দির কর্তৃপক্ষকে জানাতে হবে । রাত্রি যাপনের জন্য আপনাকে দিতে হবে ৬০০ টাকা এবং ভোগের জন্য এক একজনের লাগবে ১০০ টাকা । ফোন করে ভোগ বুকিং করলে ৫০/১০০ জনেরও ভোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ফোন – ৮৩৪৮৯৬৮২৪৪।
advertisement
 Bonoarilal Chowdhury
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: মাছ ছাড়া ভোগ হয় না! বর্ধমানের এই জাগ্রত সতীপীঠের কাহিনি অবাক করবে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement