Manasa Puja 2023 : এই নৈবেদ্য ছাড়া মনসা পুজো অসম্পূর্ণ ! জেনে নিন সেই বিশেষ নৈবেদ্যর নাম!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Manasa Puja 2023: গোটা রাজ্য মেতেছে মা মনসার পুজোয়! জেনে নিন বিশেষ তথ্য!
পুরুলিয়া : কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণের মধ্যে অন্যতম মনসা পুজো। মনসা পুজো উপলক্ষে মেতে ওঠে আপামর বঙ্গবাসী। তবে পুরুলিয়া জেলার মনসা পুজোর চিত্রটা অনেকটাই আলাদা। এই জেলায় মনসা পুজোর মূল আকর্ষণ হল হাঁস বলি। পুরুলিয়ায় দেবী মনসার কাছে প্রধান নৈবেদ্য হিসাবে হাঁস বলির প্রথা প্রচলিত রয়েছে বহু যুগ ধরে। তাই এই পুজো উপলক্ষে জেলায় প্রায় কয়েক লক্ষ হাঁস বিক্রি হয় । ভিন রাজ্য থেকেও বহু হাঁসের আমদানি করা হয় মনসা পুজো উপলক্ষে। এক প্রকার অঘোষিত বনধের রূপ নেয় গোটা জেলা।
তিন দিন ধরে এই উৎসব চলে গোটা জেলা জুড়ে। হাটে বাজারে বহু মানুষ হাঁস কিনতে ভিড় জমান। প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা দরে এক একটি হাঁস বিক্রি হতে দেখা যায়। এ বিষয়ে ক্রেতারা জানিয়েছেন, মনসা পুজো উপলক্ষে পুরুলিয়ায় হাঁস বলির প্রথা প্রচলিত আছে। তাই হাঁস কেনার ধুম রয়েছে সকলের মধ্যে। এই সময় প্রায় প্রতিটি বাড়িতেই হাঁসের মাংস রান্না হয়। তবে গত বছরের তুলনায় হাঁসের দাম এ বছর বেশি রয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে বিক্রেতারা জানিয়েছেন , তাদের বিক্রি যথেষ্টই ভাল হচ্ছে। গতবছরের তুলনায় এ বছর হাঁসের দাম ভাল পাচ্ছে। কিছুটা হলেও লাভ করতে পারবেন তারা বলে আশা করছেন। মনসা পুজোর উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে আপামর পুরুলিয়াবাসী। এক প্রকার উৎসবের চেহারা নিয়েছে গোটা জেলা। বাড়িতে , বাড়িতে চলছে, হাঁস রান্নার প্রস্তুতি!রীতিনীতি মেনে বংশ পরম্পরা অনুযায়ী চলছে এই পুজো।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2023 5:40 PM IST