East Bardhaman News- গাড়িতে ডাক্তারের স্টিকার সেঁটে চোলাই পাচার করতে গিয়ে মঙ্গলকোটে ধরা পড়লো দুষ্কৃতীরা, দেখুন ভিডিও
- Published by:Samarpita Banerjee
Last Updated:
নাকা চেকিং করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। ডাক্তারের লেবেল লাগিয়ে চোলাই মদ পাচার মঙ্গলকোটে
#পূর্ব বর্ধমান- মঙ্গলকোটের কুনুর ব্রিজের কাছে মঙ্গলকোট থানার এস আই সামাউর রহমান ও দুই কনস্টেবল নাকা চেকিং করার সময়, 'ডাক্তার' লেখা গাড়ি চেক করতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। দেখা যায়, গাড়ির মধ্যে প্রচুর পরিমাণ চোলাই মদ। হাতেনাতে ধরে ফেলেন দুই ব্যক্তিকে। ধৃতদের নাম, অমল হালদার বাড়ি মঙ্গলকোটের সুরুলিয়া, আর সাধন মন্ডল, যার বাড়ি ভাতারের বসতপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা এই মদ গুসকরা এলাকায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের কাছ থেকে প্রায় ৬০ লিটার মদ উদ্ধার হয়েছে।
Location :
First Published :
February 08, 2022 3:26 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- গাড়িতে ডাক্তারের স্টিকার সেঁটে চোলাই পাচার করতে গিয়ে মঙ্গলকোটে ধরা পড়লো দুষ্কৃতীরা, দেখুন ভিডিও