Purba Bardhaman News: বিক্রি হওয়ার আগেই উদ্ধার ২০ কেজি ওজনের কচ্ছপ

Last Updated:

বিক্রির আগেই গভীর রাতে হানা দিয়ে মেমারি থানার পাল্লা ক্যাম্প বাজার এলাকা থেকে বিলুপ্তপ্রায় একটি দেশি কচ্ছপ উদ্ধার করল বন দফতরের কর্মীরা। এই মেয়ে কচ্ছপটির ওজন প্রায় ২০ কেজি বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, কচ্ছপটির পেটের দিকে গুরুতর আঘাত রয়েছে।

+
title=

#পূর্ব বর্ধমান : বিক্রির আগেই গভীর রাতে হানা দিয়ে মেমারি থানার পাল্লা ক্যাম্প বাজার এলাকা থেকে বিলুপ্তপ্রায় একটি দেশি কচ্ছপ উদ্ধার করল বন দফতরের কর্মীরা। এই মেয়ে কচ্ছপটির ওজন প্রায় ২০ কেজি বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, কচ্ছপটির পেটের দিকে গুরুতর আঘাত রয়েছে। সূত্র মারফৎ খবর আসে মেমারি থানার পাল্লা দুই ক্যাম্পের বাজার এলাকায় একটি বিরাট মাপের দেশি কচ্ছপ ড্রাম বন্দী অবস্থায় রাখা রয়েছে। যেটি সকালে বাজারে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এই খবর পাওয়ার পরই রেঞ্জ অফিসার কাজল বিশ্বাসের নেতৃত্বে সুবোধ দাস, বাঙালি দুসাদ ও বাপন বৈরাগী পাল্লা ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। স্থানীয় থানার সাহায্যে কচ্ছপটিকে ড্রাম বন্দি অবস্থায় এলাকা থেকে উদ্ধার করা হয়। যদিও কে বা কারা এই কচ্ছপ টিকে ধরে এনে বিক্রির জন্য রেখেছিল সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
পাশাপাশি, জেলার অন্যান্য জায়গায় যেমন বন দফতরের পক্ষ থেকে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের বিষয়গুলি নিয়ে এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের সুরক্ষার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে, পাল্লা ক্যাম্প বাজার এলাকাতেও এব্যাপারে প্রচার অভিযান চালানো হবে। এ বিষয়ে বর্ধমানের পশুপ্রেমী সংস্থার কর্ণধার অর্ণব দাস বলেন, পাল্লা রোড এলাকার এক বাসিন্দা ফোন করে তাকে জানান যে পাল্লা ক্যাম্প এলাকার সঞ্জয় বিশ্বাস নামে এক ব্যক্তি তার ফেসবুক পেজে একটি বড় কচ্ছপের ছবি দিয়ে পোস্ট করেছে।
advertisement
আরও পড়ুনঃ অবৈধভাবে এলাকার পুকুর ভরাটের অভিযোগ পেতেই পদক্ষেপ নিলেন পুরপতি
ছবিতে দেখা গিয়েছে একটি নীল রংয়ের বড় ড্রামে একটি বিরাট কচ্ছপকে উল্টো করে রাখা রয়েছে। আর তারপরই ওই ব্যক্তি আমায় ফোন করে বিষয়টি জানায়। এবং কচ্ছপটিকে অবিলম্বে উদ্ধার করার ব্যবস্থা করতে আবেদন জানান। তিনি দ্রুত বন দফতরের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে জানাই। বন দফতর থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে ড্রাম সমেত কচ্ছপ টিকে উদ্ধার করে।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বিক্রি হওয়ার আগেই উদ্ধার ২০ কেজি ওজনের কচ্ছপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement