Purba Bardhaman News: ঐতিহ্যবাহী দাঁইহাটের রাস উৎসবে থিমের ছোঁয়া

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহর হল সবচেয়ে প্রাচীন। বৈষ্ণব ও শাক্ত ধর্মের মিলনক্ষেত্র দাঁইহাট। আর সেখানে চলছে দাঁইহাটের ঐতিহ্যবাহী রাস উৎসব। এবছর দাঁইহাটের রাস উৎসবে দেখা গেল থিমের ছোঁয়া। রাস উৎসব উপলক্ষে দাঁইহাট বিবেকানন্দ ক্লাবের রাইরাজা পুজো মন্ডপের থিম হল বুর্জ খলিফা।

+
title=

#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহর হল সবচেয়ে প্রাচীন। বৈষ্ণব ও শাক্ত ধর্মের মিলনক্ষেত্র দাঁইহাট। আর সেখানে চলছে দাঁইহাটের ঐতিহ্যবাহী রাস উৎসব। এবছর দাঁইহাটের রাস উৎসবে দেখা গেল থিমের ছোঁয়া। রাস উৎসব উপলক্ষে দাঁইহাট বিবেকানন্দ ক্লাবের রাইরাজা পুজো মন্ডপের থিম হল বুর্জ খলিফা। এদিকে দাঁইহাট নটরাজ সংঘের পুজো এবছর ৩৭ তম বর্ষে পা দিল। নটরাজ সংঘের পুজো মন্ডপের থিম হল পুতুলের দেশ। তাদের পুজোর বাজেট আড়াই লক্ষ টাকা। নটরাজ সংঘের পুজো মন্ডপ সজ্জায় রাখা হয়েছে হাতি, ঘোড়া,পুতুল।
পাশাপাশি দাঁইহাট সাহাপাড়া নাগরিক মঞ্চের পক্ষ অনুষ্ঠিত হল শিব-দূর্গা পুজো। সাহাপাড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে শিব-দূর্গা পুজো এবার ৫৩ বছরে পড়ল। তাদের পুজোর বাজেট তিন লক্ষ টাকা। সাহাপাড়া নাগরিক মঞ্চের পুজো মন্ডপের থিম হল আদি-যোগী। মন্ডপের ভিতরে শিব ঠাকুরের নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজো কালীপুজো কেটে যাওয়ার পরও উৎসব মুখর মানুষ রাস উৎসবেও নিজেদের গা ভাসিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ অবৈধভাবে এলাকার পুকুর ভরাটের অভিযোগ পেতেই পদক্ষেপ নিলেন পুরপতি
তাই রাসুল উৎসবেও থিমের বাহার দেখিয়ে দর্শনার্থীদের মন কাড়ছে দাঁইহাটের বেশ কয়েকটি পুজো কমিটি। আর সেই থিমের পুজো দেখতে পুজো মণ্ডপ গুলিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দাঁইহাট সেজে উঠেছে রঙিন আলোয়। আর এই রাস উৎসবকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটি ক্যাম্পা করা হয়েছে।
advertisement
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ঐতিহ্যবাহী দাঁইহাটের রাস উৎসবে থিমের ছোঁয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement