East Bardhaman News: ৬৯ বছর বয়সে ১৮৫ কেজি ওজন তুলে পদক জিতলেন কাটোয়ার অনাদি গোপাল!

Last Updated:

৬৯ বছর বয়সে সর্বভারতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় ১৮৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার অনাদি গোপাল দাস

+
title=

পূর্ব বর্ধমান: অদম্য ইচ্ছের কাছে বয়স যে কোনও বাধাই নয় সেটা আবারও প্রমাণ করে দিলেন কাটোয়ার ৬৯ বছর বয়সী অনাদি গোপাল দাস। এই বয়সে সর্বভারতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি ব্যক্তি! তাঁর এই কৃতিত্বের কথা জানতে পেরে খুশি পূর্ব বর্ধমানের মানুষ।
গত ১২-১৬ জুলাই অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জে এম আর স্পোর্টস এরিনাতে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় মাস্টার পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সর্বভারতীয় স্তরের এই ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অংশ নিয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার তিন ক্রীড়াবিদ অসীম কুমার দত্ত, জগন্নাথ ভক্ত ও অনাদি গোপাল দাস। পশ্চিমবঙ্গ সহ মোট ১৮ টি রাজ্যের ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেন। সেখানেই মাস্টার-থ্রি ক্যাটেগরিতে ৬৯ বছর বয়সী অনাদি গোপাল দাস ১৮৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক লাভ করেন।
advertisement
advertisement
বার্ধক্যে এসে এমন এক সাড়া জাগানো সাফল্য পেয়ে খুশি অনাদিবাবু নিজেই। এই প্রসঙ্গে তিনি বলেন, গত দু’বছর ধরে আমি ভারোত্তোলন প্র্যাকটিস করছি। জীবনের লক্ষ্য‌ই ছিল খেলাধুলো করে কোন একটা বড় প্রতিযোগিতায় সাফল্য পাওয়া। সেটা শেষ পর্যন্ত সত্যিই হওয়ায় আমি অত্যন্ত খুশি।
advertisement
জেলার ক্রীড়াবিদের এই সাফল্যে হাসি ফুটেছে পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাসের মুখে। তিনি বলেন, অন্ধপ্রদেশে যে সর্বভারতীয় মাস্টার ক্লাসিক পাওয়ার লিফটিং প্রতিযোগীতা হয়েছিল তাতে আমাদের মুখ উজ্জ্বল করেছেন অনাদি গোপাল দাস। পাশাপাশি জগন্নাথ ভক্ত ও অসীম দত্ত এই দু’জন প্রতিযোগীও যথেষ্ট ভাল ফল করেছেন। পরিশ্রম করলে যে পদক আনা যায় সেটা অনাদিবাবু আরও একবার প্রমাণ করে দিলেন।
advertisement
সর্বভারতীয় স্তরে এই সাফল্যের জন্য কাটোয়া পুরসভার পক্ষ থেকে অনাদি গোপাল দাস সহ বাকি দুই ক্রীড়াবিদকেও সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে তাঁদের সংবর্ধিত করে কাটোয়ার আপনজন ক্লাব এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশন’ও। ওই অনুষ্ঠানে কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা বলেন, আমার খুবই ভাল লাগছে। অনাদিবাবুর হাত ধরে দেশে কাটোয়ার নাম উজ্জ্বল হল। এটা খুবই আনন্দের বিষয়।
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ৬৯ বছর বয়সে ১৮৫ কেজি ওজন তুলে পদক জিতলেন কাটোয়ার অনাদি গোপাল!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement