ভারতের তরুণতম কার্টিং সেনসেশন আরাফাত শেখ

Last Updated:

মাত্র চার বছর বয়সে আরাফাত কার্টিং শুরু করে। আহ হা! সম্ভবত সেই বয়স যেখানে আমরা "কার্টিং" শব্দের অর্থ কী তা সঠিকভাবে জানতাম না। কার্টিং হ'ল কার্টস বা গো-কার্টস নামে ক্ষুদ্রতর অটোমোবাইলগুলি ড্রাইভিং এবং রেসিং।

কথায় বলে স্বপ্ন পূরণ করতে খুব বেশি দেরি বা খুব তাড়াতাড়ি করা উচিত না। এই গল্পটি হল বছর সাতেকের এক যুবকের স্বপ্নপূরণের ৷ যে অল্প বয়সে অনেক খ্যাতি অর্জন করেছে। মহারাষ্ট্র পুনের বাসিন্দা আরাফাত শেখ হল ভারতের সবথেকে কনিষ্ঠ কার্টিং সেনসেশন ৷ মাত্র চার বছর বয়সে আরাফাত কার্টিং শুরু করে। আহ হা! সম্ভবত সেই বয়স যেখানে আমরা "কার্টিং" শব্দের অর্থ কী তা সঠিকভাবে জানতাম না। কার্টিং হ'ল কার্টস বা গো-কার্টস নামে ক্ষুদ্রতর অটোমোবাইলগুলি ড্রাইভিং এবং রেসিং। এই মোটর স্পোর্টসটি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরী হয় এবং বর্তমানে ইউরোপে এটি বেশ জনপ্রিয়। এটি এমন একটি খেলা যেখানে মন এবং শরীরের ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরাফাত শেখ হল এমন এক উদাহরণ যে খুব কম বয়সে তার স্বপ্নগুলিকে তাড়া করতে শুরু করেছিলেন। আরাফাত বর্তমানে পুনের দ্য বিশপ স্কুল ক্যাম্পে দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ৬ বছর বয়সে তার রেসিংয়ের অভিষেক ঘটে। মাত্র ৬ বছর বয়সেই আরাফাত আন্তর্জাতিক ল্যাম্প এক্স ৩০ এর (ইউ এ ই) চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ৷ সংযুক্ত আরব আমিরাতে কার্টিং দ্রুত বাড়ছে।
advertisement
UAE-কে কয়েকটি বিশ্বমানের ট্র্যাক দেওয়া হয়েছে এবং এখানে বেশ কয়েকটি রেসিং দলের উপসাগরীয় সদর দফতর রয়েছে। বেশিরভাগ সার্কিট ড্রাইভারদের বয়স ৫ বছর। এই ক্ষেত্রে চ্যাম্পিয়নশিপের জন্য বিশেষ "বাম্বিনো" কার্টসের ব্যবস্থা থাকবে। ৫ থেকে ৮ বছর বয়সী প্রতিযোগীদের জন্যই এই চ্যাম্পিয়নশিপ । আরাফাত পি ২ পজিশনটি সুরক্ষিত করার পরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
advertisement
advertisement
আরাফাত বর্তমানে ক্যাড ক্যাটাগরির অধীনে ৫ রাউন্ডের এক্স ৩০ জে কে টায়ার এফএমএসসিআই ন্যাশনাল কার্টিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। ৯ জন প্রতিযোগী আরাফাতের থেকে ৫ বছরের বড় যাদের সামগ্রিকভাবে পি ৪ রয়েছেন। জে কে টায়ার ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ভারতীয় রেসিং চালক আন্তর্জাতিক ক্ষেত্রে আরও অগ্রসর হওয়ার আগে তাদের স্ট্রিপ অর্জন করেন।
advertisement
এই চ্যাম্পিয়নশিপটি মেকো মোটর স্পোর্টস (‘এমএমএস’) দ্বারা পরিচালিত। এমএমএস হ'ল ভারতের রেসিং কিংবদন্তি আকবর ইব্রাহিমের শুরু করা ভারতের ১ নম্বর মোটরস্পোর্টস ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। তাঁর পুত্র আরমান ইব্রাহিম কার্টিংয়ে কেরিয়ার শুরু করে ২০০৪ সালে এবং সেবছরই ফর্মুলা এলজিবি চ্যাম্পিয়ন হয় সে । আকবর তাঁর সময়ের সেরা রেসার এবং তিনি ভারতীয় অনেক রেসারের অনুপ্রেরণাও ছিলেন। এমএমএস হ'ল এমন এক প্ল্যাটফর্ম যেখানে রেসিংয়ে আগ্রহীদের স্বপ্ন পূরণ করতে প্রশিক্ষণ দেওয়া হয়। বিগত ১৫ বছর ধরে আন্তর্জাতিক সার্কিটে অংশ নিতে চাওয়া ভারতীয় রেসারদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছে মেকো একাডেমি । তাদের রেকর্ড দেখলে গর্ববোধ হয় ৷
advertisement
আরাফাত শেখ প্রাগ কার্টসে এমএমএসের পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করছে। প্রাগ একটি বিখ্যাত কার্ট চ্যাসিস ব্র্যান্ড। এটির সদর দফতর রয়েছে উত্তর ইতালির সালিজোলে ৷ ভারতে এর ভাল ডিস্ট্রিবিউটার রয়েছে । আরাফাত সেপ্টেম্বর ২০১৯ এ শুরু হওয়া বাম্বিনো ক্লাসে ল্যাম্প এক্স 30 সংযুক্ত চ্যাম্পিয়নশিপ ২০১২ -২০১০ আসনে অংশ নেবেন। আরাফাত দুবাই-ও-প্লেট ওয়ার্ল্ড ২০২০ জনপ্রিয় কার্টিং সিরিজের প্রশিক্ষণ নিচ্ছেন। বিদেশে কার্টিংয়ে অংশ নেওয়া তিনি সর্বকনিষ্ঠ ভারতীয়।
advertisement
ইতিমধ্যেই অল্প বয়সী আরাফাতের নাম বিশ্বে ছড়িয়ে পড়েছে । যেভাবে আরাফাত তার উদ্দাম চেষ্টা ও ইচ্ছে দিয়ে নিজের স্বপ্নকে উড়িয়ে দিয়েছে তা ভবিষ্যত প্রজন্মের কিশোর-কিশোরীদের জন্যেও অনুপ্রেরণার কাজ করবে।
খবরের সূত্র: https://www.digpu.com/
Disclaimer: এটি একটি প্রেস রিলিজ, যা সিন্ডিকেটড ফিড মারফত পাবলিস করা হল এবং News18 টিম কোনওভাবেই এই সম্পাদনার সঙ্গে যুক্ত নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/Press Release/
ভারতের তরুণতম কার্টিং সেনসেশন আরাফাত শেখ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement