ভারত ‘সহিষ্ণু’, জনপথে অনুপম ও মধুরের মিছিল

Last Updated:

এ যেন থামার নয়, চলছে, চলবে অসহিষ্ণুতার বিতর্ক৷ পক্ষে, বিপক্ষে ভাগ হচ্ছে নানা মহল৷ রাজনীতি থেকে বিনোদন সব জায়গাতেই একই পরিবেশ৷ কেউ নিশ্চুপে এড়িয়ে যাচ্ছেন গোটা বিতর্ক, কেউ আবার অসহিষ্ণুতার প্রশ্নে মুখ খুলে তুমুল সমালোচনার ঝড়ে৷ কিন্তু এই সব থেকে বেরিয়ে গিয়ে, বিতর্ককে অন্য মোড় দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের৷ ‘সহিষ্ণুতা’কে সঙ্গী করে ডাক দিলেন মিছিলের৷

#নয়াদিল্লি: এ যেন থামার নয়, চলছে, চলবে অসহিষ্ণুতার বিতর্ক৷ পক্ষে, বিপক্ষে ভাগ হচ্ছে নানা মহল৷ রাজনীতি থেকে বিনোদন সব জায়গাতেই একই পরিবেশ৷ কেউ নিশ্চুপে এড়িয়ে যাচ্ছেন গোটা বিতর্ক, কেউ আবার অসহিষ্ণুতার প্রশ্নে মুখ খুলে তুমুল সমালোচনার ঝড়ে৷ কিন্তু এই সব থেকে বেরিয়ে গিয়ে, বিতর্ককে অন্য মোড় দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের৷ ‘সহিষ্ণুতা’কে সঙ্গী করে ডাক দিলেন মিছিলের৷ আর সোজা সাপটা জানিয়েদিলেন, ‘ এ দেশে কেন অসহিষ্ণুতার প্রশ্ন উঠছে! অসহিষ্ণুতার কথা তুলে দেশের পরিবেশ নষ্ট করা যাবে না ৷ আমার মনে হয়, এই ধরণের কাজ করার অধিকার কারও নেই৷ ভারতীয় জনগণ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, এরকম বিভাজনে নয়৷’
গত শুক্রবারই, ট্যুইটারে ‘মার্চ ফর ইন্ডিয়া’ নামে এই পাল্টা প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছিলেন অনুপম খের ও পরিচালক মধুর ভান্ডারকর ৷ সঙ্গে সমালোচনা করেন বিশিষ্টদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘটনাকেও ৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে অনুপম খের টুইট করে জানান, ‘ভারতীয় মানুষদের মত আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই মিছিল৷ একটু সময় দিন ৷’ সঙ্গে এটাও জানাতে অনুপম ভোলেননি, ‘ভারত সহিষ্ণু এবং সহিষ্ণুতার পরিবেশ বজায় থাকবে৷’
advertisement
শনিবার আয়োজিত জনপথে জাতীয় মিউজিয়াম থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে চলা এই মিছিলে যোগ দিয়েছেন পরিচালক মধুর ভান্ডারকরও ৷ মিছিলের শেষে অনুপম খের ও মধুর ভান্ডারকরের নেতৃত্বে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে স্মারকলিপি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/রাজনীতি/
ভারত ‘সহিষ্ণু’, জনপথে অনুপম ও মধুরের মিছিল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement