মোদি সরকারের নোট বাতিলের বিরোধিতায় বিক্ষোভ সংসদ ছাড়িয়ে রাজপথে

Last Updated:

মোদি সরকারের নোট বাতিলের বিরোধিতায় বিক্ষোভ সংসদ ছাড়িয়ে রাজপথে।

#নয়াদিল্লিঃঅবশেষে তিনি এলেন। তবে শুধু লোকসভায়। ছিলেন মাত্র আধ ঘন্টা। নোট বাতিল নিয়ে বিবৃতির দাবিতে উত্তাল হয়েছে সংসদ। তা নিজের চোখে দেখলেনও। তবে বিবৃতি দেওয়া নিয়েই যা মুখ খুললেন না। সংসদের বাইরে তখন চলছে ১৪টি বিরোধী রাজনৈতিক দলের বিক্ষোভ। সংসদ ভবন চত্ত্বরে ধর্না, গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভের মধ্যেই সুর নরম করল শাসকদল।
১৪ দল। ২০১ জন সাংসদ। মোদি সরকারের নোট বাতিলের বিরোধিতায় বিক্ষোভ সংসদ ছাড়িয়ে রাজপথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নোট বাতিলের বিরোধিতায় এককাট্টা অধিকাংশ বিরোধী দল। গান্ধিমূর্তির পাদদেশ থেকে যন্তর মন্তর। বিক্ষোভ এবার দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার পালা।
সকাল ১০.৩০
advertisement
ধর্না গান্ধিমূর্তির পাদদেশে
ধর্নায় কংগ্রেস, তৃণমূল, জেডিইউ, আপ সহ ১৪ দল
advertisement
বেলা ১২.৩০
সংসদ ভবন চত্ত্বরে বিক্ষোভে ২০০ সাংসদ
দুপুর ২.০০
প্রবল বিক্ষোভে মুলতুবি লোকসভার অধিবেশন
দুপুরে যন্তর মন্তরে জনসভায় সুর আরও চড়ান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বলেন, আমাকে গুলি করলেও আন্দোলন থামবে না।রেলে পুরনো নোট নেওয়া হচ্ছে-কৃষিতে হচ্ছে না,কোনও পরিকল্পনা নেই - হঠাৎ‍ করে নোট বন্ধ - সাধারণ মানুষ কি করবে?
advertisement
বৃহস্পতিবার রাজ্যসভায় থাকতে পারেন প্রধানমন্ত্রী। তার আগে বৃহস্পতিবার সকালে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সেখানে হাজির থাকতে অনুরোধ করে তৃণমূলের সংসদীয় দলনেতাকে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্তকুমার। তৃণমূল সূত্রে খবর, সর্বদলে গেলেও বেশি গুরুত্ব পাবে বিরোধীদের রণকৌশল বৈঠক।
বাংলা খবর/ খবর/রাজনীতি/
মোদি সরকারের নোট বাতিলের বিরোধিতায় বিক্ষোভ সংসদ ছাড়িয়ে রাজপথে
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement