অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য মোদি সরকারের বড় উপহার, উপকৃত হবে ২৩ লক্ষ কর্মী
Last Updated:
অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য সুখবর
#নয়াদিল্লি: অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য সুখবর ৷ মঙ্গলবার গোটা দেশের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে কর্মীদের বিমার আওতায় আনার ঘোষণাও করেছেন তিনি ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ২৩ লাখ কর্মী ৷
পাখির চোখ ২০১৯ ৷ লোকসভা ভোটের আগে জনসাধারণের মন পেতে চেষ্টার ক্রুটি রাখছে না মোদি সরকার ৷ কেন্দ্রের সিদ্ধান্তে দ্বিগুণ ভাতা বাড়ল আশাকর্মী ও তাদের সাহায্যকারীদের ৷ ভাতা বেড়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ৷
আরও পড়ুন
advertisement
মাসে ৩ হাজার টাকার বদলে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন ৪৫০০ টাকা ৷ যারা ২২০০ টাকা পেতেন তাদের ভাতা এবার বেড়ে হল ৩৫০০ টাকা ৷ বর্তমানে সাহায্যকারীরা ১৫০০ টাকা করে ভাতা পান ৷ এবার তা বেড়ে দাঁড়াল ২৫০০ টাকা ৷ অক্টোবর থেকেই লাগু হবে নয়া ভাতার হার, যা নভেম্বরেই হাতে পেয়ে যাবেন কর্মীরা ৷
advertisement
আরও পড়ুন
এতেই শেষ নয়, একইসঙ্গে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বিমার আওতায় আনার কথাও ঘোষণা করেন নরেন্দ্র মোদি ৷ এবার থেকে দেশের সমস্ত অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমার যোজনার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ এতে ৪ লাখ টাকার অ্যাক্সিডেন্ট বিমা সুরক্ষা পাবেন কর্মীরা ৷
advertisement
PM Modi announced the doubling of routine incentives given by the Union Government to ASHA workers. In addition, all ASHA workers and their helpers would be provided free insurance cover under Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana and Prime Minister Suraksha Bima Yojana. pic.twitter.com/0ySHVigDqr
— ANI (@ANI) September 11, 2018
advertisement
Location :
First Published :
September 11, 2018 8:29 PM IST