বাংলায় দাম কমছে পেট্রোল-ডিজেলের, দামে ছাড়ের সিদ্ধান্ত রাজ্য সরকারের

Last Updated:

সাধারণ মানুষের কথা ভেবে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার

#কলকাতা: সাধারণ মানুষের কথা ভেবে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার ৷ পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া দামের ছেঁকা থেকে খানিকটা হলেও স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে ১ টাকা করে ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর ফলে বাংলায় লিটারে ১ টাকা করে কমছে দাম ৷ মঙ্গলবার নবান্নে দাঁড়িয়ে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে কেন্দ্রীয় সেস প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
জ্বালানির জ্বালায় জ্বলছে সাধারণ মানুষ। সোমবার প্রতিবাদে ভারত বনধের ডাক দেয় বাম ও কংগ্রেস। দাবিগুলিতে সমর্থন থাকলেও, বনধ মানেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে বড়সড় পদক্ষেপ করলেন তিনি। ছাড় দিলেন পেট্রোল-ডিজেলের দামে।
পেট্রোপণ্যের দাম প্রথম কমিয়েছিল কেরল। তারপর রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ। সাধারণ মানুষের সুরাহার কথা ভেবে সেই পথে হাঁটল এরাজ্যও। সাধারণ মানুষকে জ্বালানির দামের ছেঁকা থেকে খানিকটা হলেও স্বস্তি দিতে লিটারে এক টাকা ছাড়ের কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ আজ অর্থাৎ মঙ্গলবার রাত ১২ টার পর থেকেই লাগু হবে নয়া দাম ৷ পেট্রোল বা ডিজেল কিনলে বর্তমান দামের উপর ১ টাকা করে ছাড় পাবেন রাজ্যবাসী ৷
advertisement
advertisement
আরও পড়ুন
প্রতিদিনই নিজের রেকর্ড ভাঙছে পেট্রোল-ডিজেল। গত সাত দিনে পেট্রোপণ্যের দাম বেড়েছে পাঁচ বার। এদিনই লিটারে ১৪ পয়সা বাড়ল পেট্রোলের দাম। লিটারপ্রতি পেট্রোল ৮৩ টাকা ৭৫ পয়সা। ৭ দিনে পেট্রোলের মূল্যবৃদ্ধি লিটারে ১ টাকা ৫৩ পয়সা। আজ ডিজেলের দাম লিটার প্রতি ৭৫ টাকা ৮২ পয়সা। ৭ দিনে ডিজেলের মূল্যবৃদ্ধি লিটারে ১ টাকা ৬৩ পয়সা। কলকাতায় এদিন লিটার প্রতি পেট্রোলের দাম পৌঁছেছে ৮৩.৭৫ টাকায় আর এক লিটার ডিজেলের দাম ৭৭.৪৭ টাকা ৷
advertisement
আরও পড়ুন 
পেট্রোপণ্যের দামে লাগাম পড়াতে না পারলেও সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে গতকালঅ ভ্যাট কমানোর কথা ঘোষণা করে রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ সরকার ৷ সোমবার পেট্রোল ও ডিজেলের উপর ৪ শতাংশ ভ্যাট কমানোর কথা ঘোষণা করে বিজেপি শাসিত রাজস্থান সরকার ৷ এর আগে পেট্রোলের উপর রাজস্থানে ভ্যাট ছিল ৩০ শতাংশ ৷ যা এখন ২৬ শতাংশ ৷ আর ডিজেলের ভ্যাট ২২ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ ৷ এর ফলে রাজস্থানে লিটার প্রতি ২.৫০ টাকা করে কমেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ সোমবার থেকেই লাগু নয়া সিদ্ধান্ত ৷ এর ফলে রাজ্য প্রায় ২ হাজার কোটি রাজস্ব খোয়াবে বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ৷
advertisement
একইদিনে রাজ্যবাসীর কথা ভেবে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করে অন্ধ্রপ্রদেশের TDP সরকার ৷ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি ২ টাকা করে কমানোর কথা ঘোষণা করেন ৷ মঙ্গলবার থেকেই অন্ধ্রপ্রদেশে লাগু হয়েছে নতুন দাম ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলায় দাম কমছে পেট্রোল-ডিজেলের, দামে ছাড়ের সিদ্ধান্ত রাজ্য সরকারের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement