‘আমি শিকাগো যেতে চেয়েছিলাম,কিছু মানুষের চক্রান্তের জন্য তা হয়নি’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

মঙ্গলবার বিকেলে বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই ‘অশুভ চক্রান্ত’ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী ৷

#কলকাতা: কিছু অসৎ মানুষের চক্রান্তের শিকার হয়েই ব্যর্থ হয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর ৷ এমনই বিস্ফোরক অভিযোগ শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষ ৷ সেই উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই ‘অশুভ চক্রান্ত’ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী ৷
স্বামী বিবেকানন্দের শিকাগো-বক্তৃতা। তার একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে শিকাগোয় আমন্ত্রণ জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কিন্তু, কোনও অজ্ঞাতকারণে তা বাতিল করে দেওয়া হয়। তাতে যে তিনি ব্যথা পেয়েছেন তাও গোপন রাখেননি মমতা। নাম না করে, সহিষ্ণুতা নিয়ে মোদি ও গেরুয়াশিবিরকেও একহাত নিয়েছেন তিনি।
যে সভামঞ্চে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ ১২৫ বছর আগে শিকাগোয় বক্তব্য রেখেছিলেন, বর্ষপূর্তি উপলক্ষ্যে এদিন ওই হলে উপস্থিত থাকার ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু কোনও কারণবশত তা সম্ভবপর হয়নি ৷ এদিন বেলুড় মঠের সভামঞ্চ থেকে সেই কারণ নিয়েই সরব হলেন তিনি ৷ তাঁর গলায় শোনা গেল গুরুতর অভিযোগ ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি শিকাগো যেতে চেয়েছিলাম ৷ কিছু মানুষের চক্রান্তের জন্য তা হয়নি ৷’
advertisement
advertisement
একইসঙ্গে নাম না করে গেরুয়া শিবিরকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
‘হিন্দু ধর্ম সর্বজনীন ৷ হিন্দু ধর্মের আমদানি করা ব্যাখ্যা শুনব না ৷ দেশশাসন করলেই সাত খুন মাফ নয় ৷ নেতা সেই যে দেশের জন্য নিবেদিত ৷ আমি মানবিকতা ধর্মের সমর্থক ৷ কেউ কেউ খাওয়া-পরা নিয়ে জ্ঞান দেয় ৷ তখন লজ্জা লাগে ৷ বাংলার মাটি সহনশীলতার, সব ধর্মের ৷ বাংলা কখনও কারও জ্ঞান শোনে না ৷’
advertisement
আরও পড়ুন
বাংলায় দাম কমছে পেট্রোল-ডিজেলের, দামে ছাড়ের সিদ্ধান্ত রাজ্য সরকারের
মঙ্গলবার, রাজ্য সরকারের তরফে রামকৃষ্ণ মিশনকে দশ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিবেকানন্দ মহা বিশ্ববিদ্যালয়ের জন্য দেড় কোটি টাকা দেওয়ার ঘোষণাও করেন তিনি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমি শিকাগো যেতে চেয়েছিলাম,কিছু মানুষের চক্রান্তের জন্য তা হয়নি’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement