মোদি নামের বিশেষ ফুল পাওয়া যাবে সিঙ্গাপুরে
Last Updated:
এবার থেকে সিঙ্গাপুর অর্কিড গার্ডেনে দেখা মিলবে মোদি নামের অর্কিডের৷ নরেন্দ্র মোদির নামে সেদেশের এই বিশেষ ধরণের অর্কিডের নামকরণ করে মোদিকে সম্মান জানালো দক্ষিণ এশিয়ার এই দেশ
#সিঙ্গাপুর: এবার থেকে সিঙ্গাপুর অর্কিড গার্ডেনে দেখা মিলবে মোদি নামের অর্কিডের৷ নরেন্দ্র মোদির নামে সেদেশের এই বিশেষ ধরণের অর্কিডের নামকরণ করে মোদিকে সম্মান জানালো দক্ষিণ এশিয়ার এই দেশ৷ লালচে বাদামি রঙের এই বিশেষ প্রজাতির অর্কিডের নাম দেওয়া হয়েছে ডেনড্রোবিয়াম নরেন্দ্র মোদি৷
In a special gesture, an orchid is named after PM @narendramodi in Singapore. This orchid was also displayed behind the head table during the banquet lunch hosted by PM @leehsienloong for PM Modi. pic.twitter.com/XQD5GB0YRa
— PMO India (@PMOIndia) June 2, 2018
advertisement
advertisement
তিন দিনের সফরে সিঙ্গাপুরে রয়েছেন নরেন্দ্র মোদি৷ সিঙ্গাপুরের এই সম্মানে তিনি বিশেষভাবে সম্মানিত বলেই মত প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী৷ এরআগেও তাঁর নামে ফুলের নামকরণ হয়েছে৷ ইসরায়েলে মোদির প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে, ড্যানজিগর ফ্লাওয়ার ফার্মের এক বিশেষ ধরণের ক্রিসেনথিমামের নাম দেওয়া হয় মোদি৷ এছাড়া সিকিমে এক ধরণের অর্কিডের নাম দেওয়া হয়েছে সিমবিডিয়াম নমো৷
advertisement
তবে শুধু নরেন্দ্র মোদিই নন৷ এই সম্মান পেয়েছেন এদেশের অনেকেই৷ রাষ্ট্রপতি ভবনের মুঘোল গার্ডেনে প্রণব মুখার্জির স্ত্রীর শুভ্রা মুখার্জির নামে রয়েছে একধরণের গোলাপ৷ একইভাবে মাদার টেরেসা, জওহারলাল নেহরুর নামেও নামকরণ হয়েছে গোলাপের৷
Location :
First Published :
June 03, 2018 12:10 PM IST