Zomato Viral News|| চাকরি খুঁজছেন? জোম্যাটোর চমকে দেওয়া চাকরির অফার, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল...

Last Updated:

Zomato made the most unconventional job offer: জোম্যাটো কোম্পানির এমন চাকরির অফার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।
#নয়াদিল্লি: জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato) সম্প্রতি এক চমকে দেওয়ার মতো চাকরির অফার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারা তাদের কোম্পানির ইন্টার্নদের ফুল টাইম চাকরির জন্য এক চমৎকার অফার দিয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো তাদের সোশ্যাল মিডিয়া টিমে জয়েন করার এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। কিন্তু এর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আগে করে দেখাতে হবে। জোম্যাটোর একটি পোস্টে ৫০ হাজার লাইক এনে দিতে পারলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে তাদের কোম্পানিতে ফুল টাইম চাকরির সুযোগ করে দেওয়া হবে।
আসল ব্যাপারটি হল বিগত সপ্তাহে জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডইনে (LinkedIn) একটি স্টোরি শেয়ার করে। সেটি তাদের কোম্পানির একজন ইন্টার্নের, যে এখন তাদের ইনস্টাগ্রাম (Instagram) প্ল্যাটফর্মের কো-অ্যাডমিন। সেই স্টোরিতে একটি অর্ধেক পুরি এবং একটি পুরো পুরির ছবি পোস্ট করা হয়। তার পর সেই পোস্টের নিচে জোম্যাটোর তরফে জানানো হয় যে যারা এই পোস্টে ৫০ হাজার লাইক করাতে পারবে তাদের জোম্যাটো কোম্পানিতে ফুল টাইম চাকরির সুযোগ দেওয়া হবে। কিন্তু এই কাজটি করে দেখাতে হবে মাত্র ৩ ঘণ্টার মধ্যে। জোম্যাটো কোম্পানির এমন চাকরির অফার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
advertisement
advertisement
https://www.instagram.com/p/CXOH7FMpcdC/?utm_source=ig_web_copy_link
গুরুগ্রাম বেসড কোম্পানি জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো এই ধরনের একটি চাকরির ক্যাম্পেন লঞ্চ করেছে তাদের কোম্পানির এক্স ইন্টার্নদের জন্য। এর মাধ্যমে তারা তাদের আইডিয়া শেয়ার করতে পারবে এবং ৫০ হাজার লাইকের মাধ্যমে ফুল টাইম চাকরির সুযোগ পেয়ে যাবে। যে ইন্টার্ন সেই পোস্টটি করেছিল, তাকে সেই পোস্টটি করার পরের দিনই ফুল টাইম চাকরির অফার দেওয়া হয়েছে জোম্যাটো কোম্পানিতে। কারণ সেই ইন্টার্নের সেই পোস্টটিতে লাইকের সংখ্যা ৯৮ হাজার পার করে গিয়েছে। একদিনেই জোম্যাটো কোম্পানির ইন্টার্ন থেকে সে হয়ে গিয়েছে তাদের ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের কো-অ্যাডমিন।
advertisement
আরও পড়ুন: ভরদুপুরে মেদিনীপুরে বাজারের মধ্যে ঘটল নৃশংস ঘটনা! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও...
জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো কোম্পানির তরফে সেই ইন্টার্নকে ফুল টাইম কো-অ্যাডমিনের চাকরির অফার দিয়ে জানানো হয়েছে যে, এখন থেকে তার কাজ শুধু প্রতিটি পোস্টে ৫০ হাজার লাইক নিয়ে আসা। কিন্তু কোনও পোস্টে যদি ২০ হাজারের নিচে লাইক হয় তাহলে আবার তাকে কো-অ্যাডমিনের পদ থেকে সরিয়ে ইন্টার্নের পদে বসিয়ে দেওয়া হবে। এমন একটি পোস্ট এখন খুব ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকে সেখানে বিভিন্ন ধরনের কমেন্টও করছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Zomato Viral News|| চাকরি খুঁজছেন? জোম্যাটোর চমকে দেওয়া চাকরির অফার, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল...
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement