General Knowledge: ‘Z’-এর সঠিক উচ্চারণ কোনটা? ‘জেড’ না কি ‘জি’? সারা জীবন কি ভুলটাই বললেন, জেনে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Sanchari Kar
Last Updated:
General Knowledge: আগে বেশির ভাগ মানুষ একে 'জেড' বলতেন, কিন্তু এখন স্কুলের পাশাপাশি সাধারণ কথাবার্তায় 'জি' বলার প্রবণতা শুরু হয়েছে।
আমরা ছোটবেলা থেকে আমাদের গুরুজন অথবা শিক্ষকদের কাছ থেকে যেমনটা শুনছি, ঠিক তেমন ভাবেই কথা বলতে শুরু করি। কিন্তু আমরা কখনওই ভাবার চেষ্টা করি না যে, এর পিছনে আসল কারণ ঠিক কী। উদাহরণস্বরূপ আমরা যখন অনেক শব্দ ব্যবহার করি, তখন আমরা জানি না কেন সেগুলি আলাদা ভাবে বলা কিংবা পড়া হয়। আজ আমরা এমনই একটি ইংরাজি অক্ষরের কথা বলব।
ইংরাজি শিক্ষার প্রথম পাঠ হল ওই ভাষার ২৬টি বর্ণমালা। তবে আজকাল ২৬-তম অক্ষর ‘Z’-এর উচ্চারণ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। আগে বেশির ভাগ মানুষ একে ‘জেড’ বলতেন, কিন্তু এখন স্কুলের পাশাপাশি সাধারণ কথাবার্তায় ‘জি’ বলার প্রবণতা শুরু হয়েছে। এমতাবস্থায় প্রশ্ন ওঠে এর সঠিক উচ্চারণ কী?
‘জেড’ অক্ষরের সঠিক উচ্চারণ কোনটি?
advertisement
একটি ভাষা হিসাবে ইংরাজি একটু কঠিন হয়ে যায়, কারণ এর উচ্চারণ সংক্রান্ত বিভিন্ন নিয়ম রয়েছে। শব্দ থেকে শব্দে, এখন অক্ষরের উচ্চারণেও বিভ্রান্তি। যেমন – ‘Z’ অক্ষরকে আমরা এত দিন ধরে ‘জেড’ বলে আসছি। তবে আজকাল একে ‘জি’ বলা হচ্ছে। যখন সকলে জিজ্ঞাসা করেছিল যে, এটির সঠিক উচ্চারণ কী, তখন কিছু আকর্ষণীয় কারণ প্রকাশিত হয়েছিল।
advertisement
আসলে বিশ্ব জুড়ে ইংরাজির দু’টি সংস্করণ হল – ব্রিটিশ এবং আমেরিকান ইংরাজি। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, কানাডা এমনকী নিউজিল্যান্ডেও ‘Z’-র উচ্চারণ ‘জেড’। যেখানে আমেরিকান ইংরেজিতে ‘Z’-এর উচ্চারণ ‘জি’।
আরও পড়ুন: ১ ঘণ্টার বউ! স্বপ্নপূরণের আগেই স্বামীহারা, নিয়তির ‘অদ্ভুত’ অভিঘাত, চোখে জল আনা মর্মান্তিক ঘটনা
advertisement
কেন এই বিভ্রান্তি ঘটবে?
আসলে ‘Z’ গ্রিক অক্ষর ‘জেটা’ থেকে নেওয়া হয়েছে। এটি ব্রিটিশ ‘জেড’ এবং আমেরিকান ‘জেড’ হিসাবে ব্যবহৃত হয়। ‘জি’ উচ্চারণের জনপ্রিয়তার পিছনে একটি কারণ হল আমেরিকান ‘দ্য অ্যালফাবেট’ গানের বিশ্বব্যাপী জনপ্রিয়তা। এতে ‘Z’ কে ‘জি’ বলা হয়েছে।
ইন্টারনেটের কারণে এর বিস্তার বেড়েছে এবং আমেরিকান টিভি শো ও চলচ্চিত্রের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে ‘জি’ উচ্চারণের জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে। এবার কথা বলার সময় কোন উচ্চারণটি বেছে নেওয়া হবে, তা সম্পূর্ণ রূপে বক্তার উপর নির্ভর করবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2024 10:14 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
General Knowledge: ‘Z’-এর সঠিক উচ্চারণ কোনটা? ‘জেড’ না কি ‘জি’? সারা জীবন কি ভুলটাই বললেন, জেনে নিন