সদ্যোজাতের বয়স ৩০ বছর! জন্ম নিল বিশ্বের সবথেকে 'পুরনো শিশু'

Last Updated:

জন্ম নিল বিশ্বের সবথেকে প্রাচীনতম শিশু। ৩০ বছর ভ্রূণ হিমায়িত থাকার পর পৃথিবীর আলো দেখল এক শিশু। আমেরিকার ওহিও প্রদেশের এক দম্পতির কোলে জন্ম নিয়েছে এই শিশু।

জন্ম নিল পৃথিবীর সবথেকে প্রাচীনতম শিশু
জন্ম নিল পৃথিবীর সবথেকে প্রাচীনতম শিশু
জন্ম নিল বিশ্বের সবথেকে প্রাচীনতম শিশু। ৩০ বছর ভ্রূণ হিমায়িত থাকার পর পৃথিবীর আলো দেখল এক শিশু।
আমেরিকার ওহিও প্রদেশের এক দম্পতির কোলে জন্ম নিয়েছে এই শিশু। লন্ডনের বছর ৩৫-এর লিন্ডসে পিয়ারসে এবং বছর ৩৪-এর টিম পিয়ারস বেশ কিছু বছর ধরেই গর্ভধারণের চেষ্টা করছিলেন। গত সাত বছর ধরেই তাঁরা এই চেষ্টা করছিলেন। শেষে থ্যাডেউস ড্যানিয়েল পিয়েরস বিশ্বের প্রাচীনতম শিশু হিসাবে জন্ম নেয়।
advertisement
advertisement
বিশ্বজুড়ে বহু পুরুষ বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। এর ফলে বহু দম্পতি বাবা-মা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত হন। তবে এখন বিজ্ঞানের অগ্রগতির ফলে এই সমস্যা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিজ্ঞানীরা এখন এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে ল্যাবরেটরিতে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে।
advertisement
বছর ৬২-এর লিন্ডা আরচার্ড ১৯৯৪ সালে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির সাহায্য নেন। চারটি ভ্রূণের মধ্যে থেকে একটি ভ্রূণ থেকে আরচার্ডের মেয়ের জন্ম হয়।
IVF পদ্ধতিতে সন্তানধারণ
সে এখন ৩০ বছরের যুবতী। তাঁর নিজের বছর ১০-এর এক শিশু কন্যা রয়েছে। অন্যদিকে তিনটি ভ্রূণকে সংরক্ষণের জন্য পাঠানো হয়।
advertisement
এই অর্গানয়েডগুলোতে মানব ডিম্বাণু ও শুক্রাণু তৈরির পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে অনুকরণ করা হচ্ছে। অর্থাৎ গর্ভধারণের প্রাথমিক প্রক্রিয়া পুনরাবৃত্তি করে বাস্তবের কাছাকাছি একটি দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। বিজ্ঞানীদের বিশ্বাস, ভবিষ্যতে এখান থেকেই পূর্ণাঙ্গ শুক্রাণু বা ডিম্বাণু তৈরি করা সম্ভব হবে।
এরপরে বছরের পর বছর কেটে যায়। কিছুদিন আগে আরচার্ড খোঁজ পান ওই দম্পতির।
advertisement
স্টেম সেল ব্যবহার করে বিজ্ঞানীরা ইতিমধ্যে মাউসের উপর সফল পরীক্ষা সম্পন্ন করেছেন। স্টেম সেল থেকে ল্যাবে শুক্রাণুর মতো কোষ তৈরি করে তা দিয়ে একটি ডিম্বাণু নিষিক্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় দুই পুরুষ মাউসের জিন ব্যবহার করে একটি মেয়ে ইঁদুরের জন্ম দেওয়া সম্ভব হয়েছে।
advertisement
তিনিই সিদ্ধান্ত নেন একটি ভ্রূণ দম্পতিকে দেওয়ার। এরপরেই ২০২৪ সালের নভেম্বর মাসে ভ্রূণটি লিন্ডসের গর্ভে স্থাপন করা হয়। এরপরেই জন্ম নেয় বিশ্বে সবথেকে প্রাচীনতম শিশু।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সদ্যোজাতের বয়স ৩০ বছর! জন্ম নিল বিশ্বের সবথেকে 'পুরনো শিশু'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement