শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে, মেয়ের বিদায়ে জলের মতো ৫ বিলিয়ন টাকা খরচ করলেন বাবা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
World’s Most Expensive Wedding: জেনে নেওয়া যাক এই বিয়েতে কী কী আয়োজন ছিল যার দরুন এত টাকা খরচ হয়েছে।
World’s Most Expensive Wedding: বিয়ে আমাদের সমাজের অন্যতম বড় এক উৎসব। এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে তুলতে আমরা কোনও সুযোগই বাকি রাখি না। পৃথিবীতে যে কারণে অনেক ব্যয়বহুল বিয়ে হয়েছে, যাদের কথাও অনেকেই হয়তো শুনে থাকবেন। কিন্তু এখন ব্যয়বহুল বিয়ের ক্ষেত্রে আরেকটি নতুন রেকর্ড তৈরি হল। এই বিয়ের অনুষ্ঠানকে বলা হচ্ছে শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে।
ভারতেও এর আগে বহুসংখ্যায় ব্যয়বহুল বিয়ে হয়েছে। প্রতি বছর বিদেশি দেশ থেকে অনেক পরিবার ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য গন্তব্য হিসেবে ভারতকে বেছে নেয়। অনেক ভারতীয়ও বিয়ে করতে বিদেশে যান। তবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যে বিয়ের কথা আমরা বলতে যাচ্ছি তা হয়েছে প্যারিসে। মানিকন্ট্রোল রিপোর্ট অনুযায়ী, ৫৯ মিলিয়ন ডলার অর্থাৎ ৪,৯১,৫৫,৭০,২৫০ বিলিয়ন টাকা খরচ হয়েছে এই বিয়েতে। এবারে জেনে নেওয়া যাক এই বিয়েতে কী কী আয়োজন ছিল যার দরুন এত টাকা খরচ হয়েছে।
advertisement
advertisement
২৬ বছর বয়সী ম্যাডেলিন ব্রুকওয়ের বিয়েতে প্রায় ৫ বিলিয়ন টাকা খরচ হয়েছে। ম্যাডেলিন ব্রুকওয়ে, আমেরিকার এক কার ডিলারশিপ ব্যবসায়ী পরিবারের সন্তান। সম্প্রতি ম্যাডেলিন প্যারিসে একটি জমকালো অনুষ্ঠানে তাঁর প্রেমিক জ্যাকব ল্যাগ্রোনকে বিয়ে করেন। এই বিয়ের অনুষ্ঠান সারা বিশ্বে সকলের নজর কেড়েছে।
advertisement

বিয়ের অনুষ্ঠান চলে ৭ দিন ধরে। বিয়েতে উপস্থিত দর্শকরা আয়োজন দেখে অবাক হয়ে যান। ম্যাডেলিন এবং জ্যাকব বিয়ের জন্য ডিজানার পোশাক পরেছিলেন। ভার্সাইয়ের মর্যাদাপূর্ণ প্রাচীন প্রাসাদ বিয়ের অনুষ্ঠানের জন্য বুক করা হয়েছিল, এখানে এক রাত থাকার মূল্য ২,৪০০ ডলার থেকে ১৪,২০০ ডলার। সমস্ত অতিথিকে প্রাইভেট জেটে করে এই প্রাসাদে আনা হয়েছিল। ম্যাডেলিন এবং জ্যাকব ১৮ নভেম্বর গাঁটছড়া বাঁধেন। ম্যাডেলেন ব্রুকওয়ে এই জমকালো বিয়ের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। লক্ষ লক্ষ মানুষ এই বিয়ের ছবি এবং ভিডিওকে লাইক করেছেন, শেয়ার ও মন্তব্য করেছেন।
advertisement
ম্যাডেলিনের বাবা রবার্ট বব ব্রুকওয়ে এই বিয়ের অনুষ্ঠানে প্রায় জলের মতো টাকা খরচ করেন। মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে তিনি কোনও চেষ্টাই বাকি রাখেননি। বব ব্রুকওয়ে, গাড়ির ডিলারশিপ ইন্ডাস্ট্রির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিল নরিস মোটরসের সিইও এবং প্রেসিডেন্ট।
আরও খবর পড়তে ফলো করুন
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 8:06 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে, মেয়ের বিদায়ে জলের মতো ৫ বিলিয়ন টাকা খরচ করলেন বাবা