Weekly Horoscope: রাশিফল ৪ ডিসেম্বর-১০ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে এই সপ্তাহ

Last Updated:
Weekly Horoscope: 4th -10th December: দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্যে কী নির্দিষ্ট করে রেখেছে এই সপ্তাহ।
1/13
পুরোদমে শুরু হয়ে গিয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। সপ্তাহান্তের আলস্য কাটিয়ে এবার পুরনো রুটিনে ফিরে যাওয়া। তবে, এই পৃথিবীতে নিরবচ্ছিন্ন বলে কিছু হয় না, শ্রম-অবসর, বিলাস-বিষাদ সবই থাকে মিলেমিশে। এই সপ্তাহও তার ব্যতিক্রম নয়। মানুষ যা চাইতে পারে, যা আশাও করে না, তার সবটুকু সে নিয়ে হাজির। দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্যে কী নির্দিষ্ট করে রেখেছে এই সপ্তাহ।
পুরোদমে শুরু হয়ে গিয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। সপ্তাহান্তের আলস্য কাটিয়ে এবার পুরনো রুটিনে ফিরে যাওয়া। তবে, এই পৃথিবীতে নিরবচ্ছিন্ন বলে কিছু হয় না, শ্রম-অবসর, বিলাস-বিষাদ সবই থাকে মিলেমিশে। এই সপ্তাহও তার ব্যতিক্রম নয়। মানুষ যা চাইতে পারে, যা আশাও করে না, তার সবটুকু সে নিয়ে হাজির। দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্যে কী নির্দিষ্ট করে রেখেছে এই সপ্তাহ।
advertisement
2/13
মেষ- মূলত পারিবারিক সময় কাটবে, কর্ম এবং প্রণয়জীবনে আসবে তৃপ্তি, তবে টাকাপয়সার ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন।
মেষ- মূলত পারিবারিক সময় কাটবে, কর্ম এবং প্রণয়জীবনে আসবে তৃপ্তি, তবে টাকাপয়সার ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন।
advertisement
3/13
বৃষ- ব্যক্তিগত উন্নতির সুযোগ মিলবে, কর্মক্ষেত্রে বিবাদ এড়াতে হবে, সঙ্গী/সঙ্গিনীর পূর্ণ সমর্থন মিলবে, বিনিয়োগ ভবিষ্যতে লাভবান করবে।
বৃষ- ব্যক্তিগত উন্নতির সুযোগ মিলবে, কর্মক্ষেত্রে বিবাদ এড়াতে হবে, সঙ্গী/সঙ্গিনীর পূর্ণ সমর্থন মিলবে, বিনিয়োগ ভবিষ্যতে লাভবান করবে।
advertisement
4/13
মিথুন- ভবিষ্যতের চিন্তা থাকবে, কর্মক্ষেত্রে ভুল কোনও খবর আশাহত করতে পারে, প্রণয়জীবন উদ্দীপিত হবে, খরচ কমানোর দিকে মন দেওয়া উচিত।
মিথুন- ভবিষ্যতের চিন্তা থাকবে, কর্মক্ষেত্রে ভুল কোনও খবর আশাহত করতে পারে, প্রণয়জীবন উদ্দীপিত হবে, খরচ কমানোর দিকে মন দেওয়া উচিত।
advertisement
5/13
কর্কট- কর্মক্ষেত্রে সব ধোঁয়াশা কাটিয়ে চলতে হবে, প্রণয়জীবন সমৃদ্ধ হবে শারীরিক-মানসিক উভয় দিকে, টাকাপয়সার ব্যাপারে অজানা কাউকে বিশ্বাস করা চলবে না।
কর্কট- কর্মক্ষেত্রে সব ধোঁয়াশা কাটিয়ে চলতে হবে, প্রণয়জীবন সমৃদ্ধ হবে শারীরিক-মানসিক উভয় দিকে, টাকাপয়সার ব্যাপারে অজানা কাউকে বিশ্বাস করা চলবে না।
advertisement
6/13
সিংহ- পুরনো কিছু অভ্যাস ছাড়ার এটাই সময়, কর্মক্ষেত্রে আশানুরূপ ফল মিলবে না, সম্পর্কে নির্ভরযোগ্যতা বাড়বে, হাতে কিছু টাকাও আসতে পারে আচমকাই।
সিংহ- পুরনো কিছু অভ্যাস ছাড়ার এটাই সময়, কর্মক্ষেত্রে আশানুরূপ ফল মিলবে না, সম্পর্কে নির্ভরযোগ্যতা বাড়বে, হাতে কিছু টাকাও আসতে পারে আচমকাই।
advertisement
7/13
কন্যা- নিজেকে নিয়ে ভাবতে হবে, কর্মক্ষেত্রে বিবাদে জড়ানো চলবে না, প্রেমজীবনে নতুন সুযোগ মিলবে, ব্যয়ের ব্যাপারে এবার একটা বাজেট তৈরি করা দরকার।
কন্যা- নিজেকে নিয়ে ভাবতে হবে, কর্মক্ষেত্রে বিবাদে জড়ানো চলবে না, প্রেমজীবনে নতুন সুযোগ মিলবে, ব্যয়ের ব্যাপারে এবার একটা বাজেট তৈরি করা দরকার।
advertisement
8/13
তুলা- পুরনো কোনও বিষয় কর্মক্ষেত্রে সমস্যা করবে, সঙ্গী/সঙ্গিনীর প্রতি বিশ্বাস ধরে রাখতে হবে, অর্থাগম সপ্তাহ ভরিয়ে তুলবে আনন্দে।
তুলা- পুরনো কোনও বিষয় কর্মক্ষেত্রে সমস্যা করবে, সঙ্গী/সঙ্গিনীর প্রতি বিশ্বাস ধরে রাখতে হবে, অর্থাগম সপ্তাহ ভরিয়ে তুলবে আনন্দে।
advertisement
9/13
বৃশ্চিক-কর্মক্ষেত্রে সংযত ভাবে মুখ খুলতে হবে, ব্যক্তিগত সম্পর্কে সময় দেওয়া দরকার, আর্থিক চুক্তির আগে সব দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ।
বৃশ্চিক-কর্মক্ষেত্রে সংযত ভাবে মুখ খুলতে হবে, ব্যক্তিগত সম্পর্কে সময় দেওয়া দরকার, আর্থিক চুক্তির আগে সব দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ।
advertisement
10/13
ধনু- অন্যমনস্কতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, প্রেমজীবন আবেগপূর্ণ ও তৃপ্তিময় হবে, আর্থিক কোনও সিদ্ধান্ত এখন না নিলেই ভাল হবে।
ধনু- অন্যমনস্কতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, প্রেমজীবন আবেগপূর্ণ ও তৃপ্তিময় হবে, আর্থিক কোনও সিদ্ধান্ত এখন না নিলেই ভাল হবে।
advertisement
11/13
মকর- কর্মক্ষেত্রে নানা দিক থেকে জটিলতা তৈরি হবে, প্রেমজীবন সমৃদ্ধ করবে নতুন দৃষ্টিভঙ্গী, উপার্জনের নতুন নতুন উৎস আবিষ্কার হতে পারে।
মকর- কর্মক্ষেত্রে নানা দিক থেকে জটিলতা তৈরি হবে, প্রেমজীবন সমৃদ্ধ করবে নতুন দৃষ্টিভঙ্গী, উপার্জনের নতুন নতুন উৎস আবিষ্কার হতে পারে।
advertisement
12/13
কুম্ভ- আলস্য কর্মক্ষেত্রে সমস্যা বাড়াবে, ভালবাসার ব্যাপারে কঠিন কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে, কাউকে টাকা ধারও দিতে হতে পারে আত্মীয়দের মধ্যে।
কুম্ভ- আলস্য কর্মক্ষেত্রে সমস্যা বাড়াবে, ভালবাসার ব্যাপারে কঠিন কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে, কাউকে টাকা ধারও দিতে হতে পারে আত্মীয়দের মধ্যে।
advertisement
13/13
মীন- কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করে কিছু বলা উচিত হবে না, সঙ্গী/সঙ্গিনীর পূর্ণ সমর্থন মিলবে, আর্থিক দিক আগের তুলনায় পোক্ত হতে চলেছে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
মীন- কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করে কিছু বলা উচিত হবে না, সঙ্গী/সঙ্গিনীর পূর্ণ সমর্থন মিলবে, আর্থিক দিক আগের তুলনায় পোক্ত হতে চলেছে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement