Expensive insect: ছোট্ট পোকা, দাম অডি গাড়ির থেকেও বেশি! কী আছে এই কোটি টাকা মূল্যের বিটলের শরীরে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
নোংরায় জন্মানো একটি ছোট্ট কালো পোকার দাম কত হতে পারে? জানলে অবাক হবেন পৃথিবীতে এমনই একটি পোকা রয়েছে যার দাম কোটি টাকা।
দামী জিনিস বললে কীসের কথা মাথায় আসে? সোনা দানা, হিরের মতো মূল্যবান পাথরের। আবার দামী জিনিস বললে দামি গাড়ি, বাড়ি বা দামী ফোন ল্যাপটপের মতো গ্যাজেটসের কথাও মনে হতে পারে। কিন্তু নোংরায় জন্মানো একটি ছোট্ট কালো পোকার দাম কত হতে পারে? জানলে অবাক হবেন পৃথিবীতে এমনই একটি পোকা রয়েছে যার দাম কোটি টাকা।
বিশ্বের সবচেয়ে দামী পোকা এটি। এক একটি BMW বা একটি Audi-এর সমান মূল্যে মূল্যবান। কয়েক বছর আগে একজন জাপানি ব্রিডার ৭৪.২৫ লাখ টাকায় এই পোকাটি বিক্রি করেছিলেন। মনে করা হয় যে, এই পোকাটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত, ব্যয়বহুল প্রজাতির মধ্যে রয়েছে।
advertisement
advertisement
এই পোকাটি স্ট্যাগ বিটল নামে পরিচিত। এটি লুকানিডে পরিবার থেকে আসে। এই পোকামাকড়ের মোট ১২০০ প্রজাতি সারা বিশ্বে পাওয়া যায়। স্ট্যাগ বিটল নামের এই পোকাটি অনেক দামি হলেও এটি আবর্জনার মধ্যে পাওয়া যায়। শুকনো পচা কাঠে জন্মায় এই পোকা।
প্রায় ৭ বছর বাঁচে এই পোকা। তবে শক্ত কাঠ খেতে পারে না। গাছের রস খায় মূলত এবং জলে বেঁচে থাকে। পোকাটি মোটামুটি পাঁচ ইঞ্চি লম্বা। তবে এরা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না। ফলে শীতল পরিবেশে বাঁচতে পারে না। বিভিন্ন মারণ রোগের ওষুধ তৈরিতে এই পোকা ব্যবহার করা হয়, তাই এর দাম এত বেশি।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2023 8:37 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Expensive insect: ছোট্ট পোকা, দাম অডি গাড়ির থেকেও বেশি! কী আছে এই কোটি টাকা মূল্যের বিটলের শরীরে?