সমুদ্র থেকে মাছ এনে রান্না চাপানোর তোড়জোড় করছিলেন, তারপরেই আতঙ্কে চেঁচিয়ে উঠলেন, খাওয়াই হল না আর! ভাইরাল ভয়ঙ্কর দৃশ্য
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
প্রিয় মাছ খেতে গিয়ে যে এভাবে বিড়ম্বনায় পড়তে হবে, সেটা স্বপ্নেও ভাবেননি এক মহিলা। আসলে মাছ রান্না করতে গিয়েই বেঁধেছে গোল। খাওয়ার জন্য হইচই করে মাছ কিনে এনেছিলেন ওই মহিলা। কিন্তু এরপর রান্না করতে গিয়ে যা দেখলেন, তা দেখে আর মাছের কাছে যেতেই সাহস পাচ্ছেন না তিনি।
কেউ কেউ নিরামিষ খাবার খেতে অভ্যস্ত। তো কেউ বা আবার মাছ-মাংস ছাড়া খেতেই পারেন না। যাঁরা মাংস ভালবাসেন, তাঁরা নির্দিষ্ট কিছু পশু বা পাখির মাংস খেয়ে থাকেন। আবার অনেকেই নানা রকম মাছ খেতে পছন্দ করেন। কিন্তু সেই প্রিয় মাছ খেতে গিয়ে যে এভাবে বিড়ম্বনায় পড়তে হবে, সেটা স্বপ্নেও ভাবেননি এক মহিলা। আসলে মাছ রান্না করতে গিয়েই বেঁধেছে গোল। খাওয়ার জন্য হইচই করে মাছ কিনে এনেছিলেন ওই মহিলা। কিন্তু এরপর রান্না করতে গিয়ে যা দেখলেন, তা দেখে আর মাছের কাছে যেতেই সাহস পাচ্ছেন না তিনি।
ডেইলি স্টার-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ব্রাজিলের ব্যবসায়ী পওলা গোটা পরিবারের সঙ্গে মজা করে মাছ খাওয়ার কথা ভেবেছিলেন। যদিও তার পর মুহূর্তে কী ঘটল, তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। মাছটি গ্রিলে দিয়েই একপ্রকার ভয়ে কাঁপতে শুরু করেন পওলা। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাই ভাগ করে নিয়েছেন তিনি। যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরাও।
advertisement
advertisement
মাছের মুখে মানুষের দাঁত:
ছুটি কাটাতে সপরিবারে ব্রাজিলের এক জায়গায় গিয়েছিলেন পওলা। সমুদ্র সৈকত থেকে মোট তিনটি মাছ কিনেছিলেন তিনি। কিন্তু কী হতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পাননি। আসলে এর মধ্যে একটি মাছ ভীষণই অদ্ভুত ছিল। বেড়াতে গিয়ে যেখানে থাকার জন্য উঠেছিলেন, সেখানে ফিরে ডিনারে মাছ রান্নার তোড়জোড় শুরু করেন তাঁরা। এরপর মাছ ধুতে গিয়ে চমকে যান পওলা। মাছের মুখ খুলতেই ভয়ে কেঁপে ওঠেন তিনি। দেখেন ওই মাছটির মুখের চোয়াল এবং দাঁত অবিকল মানুষের মতোই। সেই ভিডিওই পওলা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর কথায়, এমনটা দেখে তাঁর ভীষণ আজব এবং ভয়ঙ্কর ঠেকেছিল। ফলে সে রাতে আর তাঁর নৈশভোজ করাই হয়নি।
advertisement
অবিকল মানুষের মতো দেখতে:
যদিও পওলার পরিবার মাছটিকে গ্রিল করেছেন। আর সাধারণ মাছের মতোই খেয়েছেন। কিন্তু পওলা খেতে পারেননি। কারণ এটা দেখতে একেবারে মানুষের মতো ছিল। আর ওই মাছটি খাওয়ার পরে পওলার পরিবার জানায় যে, সাধারণ মাছের মতোই স্বাদ ওই মাছটির। কিন্তু সেটি খাওয়ার সাহস হয়নি পওলার। মেরিন বায়োলজিস্ট জোয়া গাসপারানির মতে, এই মাছগুলির এমন দাঁত রয়েছে, কারণ তারা শেলফিশ শিকার করে। সাধারণ ভাবে এই মাছ ৩৫ ইঞ্চি দীর্ঘ হয় এবং তার ওজন হয় ৩৫ পাউন্ড।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2025 7:01 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সমুদ্র থেকে মাছ এনে রান্না চাপানোর তোড়জোড় করছিলেন, তারপরেই আতঙ্কে চেঁচিয়ে উঠলেন, খাওয়াই হল না আর! ভাইরাল ভয়ঙ্কর দৃশ্য