Wolf Spider: নামেই মাকসড়া, নেকড়ের মতো হিংস্র! মেরেছেন কী ভুল করেছেন, খুব সাবধান বাড়ির আশপাশেই রয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ছোট্ট প্রাণী

Last Updated:

এই বিশেষ ধরনের মাকড়সা (Wolf Spider) অন্যান্য মাকড়সার মতো শিকারের জন্য জাল তৈরি করে না। শিকার ধরতে, তারা দৌড়ে তাড়া করে এবং তারপর আক্রমণ করে।

কলকাতা: উল্ফ স্পাইডার (Wolf Spiders) এমন এক প্রজাতির মাকড়সা যারা অসম্ভব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে পারে৷ এদের দৃষ্টিশক্তিও খুব তীক্ষ্ণ৷ অর্থাৎ দূর থেকেই শিকার লক্ষ্য করতে সক্ষম হয় এবং চটজলদি শিকার ধরতেও পারে যা সাধারণত অন্য মাকড়সারা করতে পারে না৷ এই বিশেষ জাতের মাকড়সারা জাল বুনে শিকার ধরে না৷ দৌড়ে-ঝাঁপিয়ে পড়ে শিকার করে৷
কেমন দেখতে হয় Wolf Spiders? বাদামী বা কালচে বাদামী রঙের হয় এই মাকড়সা(Wolf Spiders Facts), গায়ে থাকে গাঢ় ডোরা দাগ৷ এমন গায়ের রঙের ফলে অন্ধকারে গা ঢাকা দিতে পারে অনায়াসে৷ ফলে লুকিয়ে থেকে সহজে শিকার ধরতে পারে এরা৷ স্ত্রী মাকড়সাগুলো পুরুষের চেয়ে বড়। উল্ফ মাকড়সার প্রায় ২৪০০ প্রজাতি রয়েছে, যা সারা বিশ্বে পাওয়া যায়। এরা তৃণভূমি, পাহাড়, মরুভূমি, রেইন ফরেস্ট এবং জলাভূমিতে বাস করে।
advertisement
আরও পড়ুনKnowledge Story: গাড়ির চাকার উপর কুকুরের ঘনঘন প্রস্রাবের পিছনে রয়েছে ৩টি জব্বর কারণ! আপনার কি জানা আছে?
সাধারণ মাকড়সার (Wolf Spiders Bite) থেকে এরা কতটা বিপজ্জনক? উত্তর হবে খুবই বেশি৷ যদিও এই ধরনের মাকড়সার বিষ খুব ক্ষতিকারক নয়, তবুও তারা যখন কামড়ায় কখন মানুষের ত্বকের সঙ্গে আটকে যায়৷ কামড়ের ফলে আক্রান্তের ব্যথা হয়, লালভাবও হয়৷ বেশ কিছু সময়ের জন্য কামড় দেওয়া অংশ ফুলে যেতে পারে৷ তবে ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্যা মুক্ত হবেন আক্রান্ত ব্যক্তি৷
advertisement
advertisement
আরও পড়ুনBest Attractive Perfume: শুধু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টই করবে না, শরীরও রাখবে গরম! দুরন্ত সুগন্ধি আতরের কামাল
ভুল করেও এদের ঝাড়ু দিয়ে মারবেন না৷ সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে যে উল্ফ স্পাইডারকে ঝাড়ু দিয়ে মারতে গিয়ে হয়েছে আর এক বিপদ! ভিডিওটিতে (Wolf Spiders YouTube Video) দেখা যাচ্ছে যে একটি উল্ফ স্পাইডার মারতে গিয়ে অসংখ্য ছোট ছোট মাকড়সা বেরিয়ে আসছে এবং দ্রুত ছড়িয়ে পড়ছে৷ অর্থাৎ এদের শরীরের মধ্যেই থাকে ছোট ছোট আরও অনেক মাকড়সা৷ স্ত্রী উল্ফ স্পাইডার তাদের পিঠে বাচ্চাদের বয়ে নিয়ে চলা ফেরা করে৷
advertisement
ন্যাশনাল জিওগ্রাফিকের শেয়ার করা একটি ভিডিওতে এই দৃষ্টান্ত ধরা পড়েছে৷ একটি ঝাড়ু দিয়ে মাকড়সা মেরে ফেলার সময় ছড়িয়ে পড়ছে শত শত ছোট মাকড়সা, যা ​​মেরে ফেলতে কালঘাম ছুটে যাচ্ছে এক ব্যক্তির৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Wolf Spider: নামেই মাকসড়া, নেকড়ের মতো হিংস্র! মেরেছেন কী ভুল করেছেন, খুব সাবধান বাড়ির আশপাশেই রয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ছোট্ট প্রাণী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement